HS Result: বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল,বেলা সাড়ে ১২টা থেকেই ওয়েবসাইটেই দেখা যাবে রেজাল্ট

0

Last Updated on May 23, 2023 9:38 PM by Khabar365Din

৩৬৫ দিন।মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক।পূর্ব ঘোষণা মতোই বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।অর্থাৎ মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন,২৪ মে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে সংসদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।বেলা ১২ টা ৩০ মিনিট থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।

তবে এবার দিনের দিন উচ্চমাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না পড়ুয়ারা।আগামী ৩১ মে সংসদের অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে।সংসদের অফিস থেকে সেদিন স্কুলের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করবেন এবং পড়ুয়াদের হাতে তুলে দেবেন।টুইটারে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন,বেলা ১২ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আগামী ৩১ মে কাউন্সিলের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি বিলি করা হবে।

তবে কিভাবে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে?

১.পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এবং wbresults.nic.in-তে যেতে হবে।
২.হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত লিঙ্ক ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results-2023’ থাকবে। তাতে ক্লিক করতে হবে।
৩.’WBCHSC- Higher Secondary Examination Result – 2023′-র নীচে ‘Enter Your Roll’, ‘Enter Registration No.’, ‘No.’ এবং ‘Enter Captcha’ আছে। সেই তথ্য দিতে হবে।তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।৪.স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করতে রাখতে পারবেন পড়ুয়ারা।