Kolkata Metro: আগামী বছরের জুন-জুলাইয়ে হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো চালুর সম্ভাবনা

0

Last Updated on May 23, 2023 12:32 PM by Khabar365Din

৩৬৫ দিন। ট্রায়াল রান চলছেই। কিন্তু, সাধারণের জন্যে ঠিক কবে পরিষেবা? এবার, সেই নিয়েই ইঙ্গিত দিল মেট্রো কর্তপক্ষ। জানা গিয়েছে, চলতি বছরেই হাওড়া থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চালু হওয়ার সম্ভাবনা যথেষ্ট, ডিসেম্বর নাগাদ। আর, সম্পুর্নভাবে হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত চালু হতে আগামী বছরের মাঝামাঝি, জুন জুলাই নাগাদ। মোট, দুই দফায় চালু হতে পারে এই পরিষেবা।

দিন কয়েক আগেই মেট্রোয় চলে ট্রায়াল রান। মেট্রোর তরফে জানানো হয়, এদিন আবারও হাওড়া ময়দান থেকে এস্প্ল্যানেড পর্যন্ত ট্রায়াল রান সফল হয়। এই ট্রায়ালগুলি মূলত নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখার জন্যেই করা হচ্ছে। এই প্রথম জলের নীচ দিয়ে মেট্রো ছুটছে ভারতে।আর, সেজন্যেই যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে উদ্যোগী কর্তৃপক্ষ। বার বার করা হচ্ছে ট্রায়াল রান।

এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে। এদিকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেলের কাজ এখনও শেষ হয়নি। বারবার বিপর্যয়ের জেরে বউবাজারে পশ্চিমমুখী টানেলের কাজ থমকেছে। তবে সম্প্রতি সেই কাজ শুরু হয়েছে। তবে, সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত রেক নিয়ে যাওয়ার জন্য অস্থায়ী ভাবে রেললাইন পাতা হয়েছে।

এদিকে এই টানেলে বিদ্যুৎ না থাকায় শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেকগুলিকে ধাক্কা দেবে ব্যাটারি চালিত লোকো ইঞ্জিন। তবে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত বিদ্যুতেই চলবে ট্রেন। জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে ৬ কোচের দু’টি মেট্রো ইতিমধ্যেই তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আড়াই কিমি কাজ শেষ হওয়ার আগেই গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।