Last Updated on July 22, 2021 5:51 PM by Khabar365Din
৩৬৫দিন। শহিদ দিবসে যাদবপুরে বামেদের সংগঠনে ধ্বস নামল। বুধবার ২১ জুলাইয়ে ১১০ নং ওয়ার্ডের ভার্চুয়াল সভামঞ্চে যোগ দিলেন সিপিএমের মহিলা ও যুব সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা। যাদবপুর বিধানসভার বিধায়ক দেবব্রত মজুমদার ও ওয়ার্ড কোর্ডিনেটর তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই ভাজপার পাশাপাশি সিপিএম থেকেও নেতা কর্মীরা রাজ্যের শাসক দলের নাম লেখাতে শুরু করেন। কয়েকদিন আগেই সিপিএমের বীরভূম জেলার সম্পাদকের ছেলে বুদ্ধদেব হাসদা সিপিএমের ওপর ভরসা হারিয়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল-এর হাত ধরে বুদ্ধদেব দলবদল করেন। এবার বীরভূমের পর খোদ কলকাতাতেও বাম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক। বিধানসভা নির্বাচনে একটি আসন না পেলেও যাদবপুরে খানিকটা হলেও সিপিএমের ভোট রয়েছে। এবার সি ভোট ব্যাঙ্কেও থাবা বসলো তৃণমূল।