Last Updated on June 4, 2023 8:52 PM by Khabar365Din
৩৬৫ দিন।এমারজেন্সি নাম্বার ১০০তে ডায়াল করলেই ৫ মিনিটে আসবে পুলিশ।কারণ এর সঙ্গে সঙ্গে যুক্ত হল বাইক বাহিনী।কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল শুক্রবার সন্ধ্যায় এই বাইকগুলি চালু করেন।এর মাধ্যমে ফোন পাওয়া মাত্রই ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে পারবে পুলিশ।জানা গিয়েছে,পিসিআর ভ্যানের আদলে এই বাইকগুলি তৈরি করা হয়েছে।দ্রুতই ৪৬টি বাইক আটটি বিভাগের থানায় বরাদ্দ করা হবে।লালবাজারের ১০০ ডায়ালের কন্ট্রোল রুম থেকে সরাসরি বাইক বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।পুলিশ কমিশনার জানিয়েছেন,আমরা আপাতত ৩০ থানা চিহ্নিত করেছি যেখানে প্রথম ধাপে বাইক দেওয়া হবে।পরে অন্যান্য থানায় বাইক দেওয়া হবে।পিসিআর ভ্যানের মতোই সাইরেন লাগানো এবং জিপিএস সক্ষম বাইকগুলি জরুরী পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে।
বেহালা এবং যাদবপুর বিভাগ ৬টি করে বাইক পেয়েছে এবং বন্দর বিভাগ ৩টি বাইক পেয়েছে।লালবাজার সূত্রের খবর,পুলিশ বুথ বা কিয়স্কে এই মোটর বাইক বাহিনীকে রাখা হবে।প্রতিটি বাইকে দুজন করে পুলিশকর্মী থাকবেন।তাদের কাছে ট্যাব বা মোবাইল ফোন থাকবে।১০০ নম্বর থেকে কোনও ফোন আসলেই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছে ঘটনার বিবরণ বিশদে জানাবেন ১০০ ডায়ালের কন্ট্রোল রুমে।বর্তমানে এই পরিষেবার সঙ্গে বিভিন্ন জায়গায় পিসিআর ভ্যান রয়েছে।খুব প্রয়োজন হলে সে ক্ষেত্রে রেডিও ফ্লাইং স্কোয়াডকে পাঠানো হয়। এছাড়াও ট্রাফিক পুলিশের কাছে রয়েছে একটি করে ট্যাব।
১০০ ডায়াল থেকে কোনও ফোন আসলেই সেক্ষেত্রে তা পাঠিয়ে দেওয়া হয় ট্রাফিক সার্জেন্টের কাছে।সাধারণত ১০০ ডায়ালে ফোন আসলে সেক্ষেত্রে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায় ৮ থেকে ১০ মিনিট।সেই সময় কমিয়ে তিন থেকে চার মিনিট করতে চাইছে লালবাজার।বর্তমানে প্রতিদিন গড়ে ১০০ ডায়ালে দুহাজারের মতো ফোন আসে।যার মধ্যে কমপক্ষে ২০০ টির ক্ষেত্রে ঘটনাস্থলে যেতে হয় পুলিশকে। অলিগলিতে অনেক জায়গায় গাড়ি নিয়ে যেতে সমস্যা হয়। তবে বাইকে করে খুব সহজেই এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে।