বেহালায় সদ্যজাতর দেহ ছিঁড়ে খাচ্ছে কাক,সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

0

Last Updated on March 17, 2023 9:09 PM by Khabar365Din

৩৬৫ দিন। অমানবিক দৃশ্য।যা দেখে অবাক এলাকাবাসীও।আবর্জনা স্তুপে রয়েছে এক সদ্যোজাতর দেহ।যে দেহ ছিঁড়ে খাচ্ছে কাক।এই ঘটনাটি ঘটে সরশুনা থানা এলাকার শকুন্তলা পার্কে।জানা গিয়েছে,রাস্তার ধারে আবর্জনাস্তুপ এর মধ্যে এক সদ্যোজাতর দেহ পড়ে থাকতে দেখা যায়।শুক্রবার সকালে তা প্রথম দেখতে পায় পথচারীরা।এদিন সাতসকালে কলকাতার বেহালায় এ হেন দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।তবে এখানেই শেষ নয়,সেই সদ্যোজাতের দেহ ছিঁড়ে খাচ্ছে কাক।এরপর সরশুনা থানায় খবর দেওয়া হয়।এই খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।এই দৃশ্য দেখে স্তম্ভিত যায় এলাকার স্থানীয় বাসিন্দারা।কীভাবে এই ঘটনা ঘটল,সদ্যজাত কীভাবে সেখানে এল, তা নিয়েই প্রশ্ন উঠছে।এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী,সকালে আস্তাকুঁড়ে ওই সদ্য়োজাতর দেহ দেখতে পাওয়া যায়।

এভাবে তো কোনও ভালোমানুষ একাজ করতে পারে না।প্লাস্টিক থেকে বের করে কাক ঠোকারাচ্ছিল তার দেহ।এরপরই পুলিশ ফোন করি।তবে শিশুটিকে কেউ মৃত অবস্থাতেই সেখানে ফেলে যায় বলে দাবি স্থানীয়দের।এরপরই ঘটনাস্থলে আসে সরশুনা থানার পুলিস এবং সেই সদ্যজাতর দেহ উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর,শুক্রবার সকাল ১০টা নাগাদ বেহালার সরশুনা থানা এলাকায় শকুন্তলা পার্কের কাছে রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে পড়েছিল প্লাস্টিকে মোড়া ওই সদ্যোজাতর দেহটি। কে বা কারা সেখানে ওই শিশুর দেহ ফেলে রেখে গিয়েছিল তা জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।এমন অমানবিক কাজ বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা।তবে কে বা কারা, কখন শিশুটির দেহ এভাবে আবর্জনা স্তূপে ফেলে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here