Last Updated on August 11, 2022 9:17 PM by Khabar365Din
৩৬৫ দিন।মরণঝাঁপ।লেক গার্ডেন্স ফ্লাইওভার থেকে মঙ্গলবার রাত ৮ টা নাগাদ ঝাঁপ দেন বছর ৪৫ এর এক মহিলা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা ফুটব্রিজের ওপরে দাঁড়ান এবং সেখান থেকে রেলিং টপকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন।
লেক গার্ডেন্স স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের যে ছাউনি রয়েছে, তাতেই ঝুলন্ত অবস্থায় ওই মহিলাকে দেখতে পান আশপাশের মানুষজন।স্টেশনের কর্মী এবং নিত্যযাত্রীরা এই মর্মান্তির দৃশ্য দেখে পুলিশে খবর দেন।গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।ঠিক কী কারণে এই আত্মহত্যার চেষ্টা,তা তদন্ত করে দেখছেন পুলিস আধিকারিকরা।
অন্যদিকে, পুলিশ ইতিমধ্যেই তাঁর পরিচয় জেনে বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। বাড়িতে কোনও অশান্তি হয়েছিল কি না,হলে কার সঙ্গে,এসবই আপাতত তদন্তের আওতায় রয়েছে বলে পুলিস জানিয়েছে। পাশাপাশি পুলিস কোনও প্রত্যত্ক্ষদর্শীরও সন্ধান চালাচ্ছে।
অর্থাৎ,ঝাঁপ দেওয়ার মুহূর্তে ফ্লাইওভারের ওপর কেউ ছিলেন কি না,থাকলে তিনি কী অবস্থায় ওই মহিলাকে দেখেছিলেন,এসবই খতিয়ে দেখছে পুলিশ।