Last Updated on September 26, 2020 10:58 AM by Khabar365Din
৩৬৫ দিন। আজ প্রথম জয়ের খোঁজে নামছে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। দুই দলই হার দিয়েই এবারের আইপিএল শুরু করেছে। এই ম্যাচেও আলোচনার কেন্দ্রে থাকবে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব। মুম্বই ম্যাচ দেখেই বোঝা গিয়েছে কার্তিক তাঁর অতীতের ভুল থেকে শিক্ষা নেননি। তাঁর এবং টিম ম্যানেজমেন্টের কিছু ভুল সিদ্ধান্তেই মুম্বইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে নাইটদের। ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দলের বিগহিটার আন্দ্রে রাসেলের ছয় নম্বরে নামা নিয়ে অবাক অনেকেই। গত বছর সবথেকে বেশি রান করেছেন এই জামাইকান তারকা। ২৪৯ বলে ৫১০ রান। স্ট্রাইক রেট ২০৪.৮১। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ অনেকটাই হাতের বাইরে চলে যাওয়ার পর কেন তাঁকে নামানো হলো তা নিয়ে ক্ষুব্ধ সকলেই। মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গ্যানকে এবার নেওয়া হয়েছে। কিন্তু তাঁকেও নামানো হলো পাঁচ নম্বরে। যখন তিনি নামলেন তখন ওভারপিছু প্রায় ১৩ রান করে দরকার। তিনিও খুব একটা কিছু করেতে পারেননি। যদিও নাইট শিবির অজুহাত দিয়েছে, ওই দিনই কোয়ারেন্টিন পর্ব শেষ করে বিনা অনুশীলনেই ম্যাচে নেমেছিলেন মর্গ্যান এবং প্যাট কামিন্স। তার ওপরে কোনও স্পেশালিস্ট ওপেনার নেই। গত ম্যাচে রান পাননি শুভমন গিল। কিন্তু সুনীল নারিনকে দিয়ে স্পেশালিস্ট ওপেনারের কাজ চালানো কোনও মতেই সম্ভব নয়। ক্রিস লিনের মত ওপেনারকে ছাড়ার ফল ভালোমতোই বুঝছে নাইটরা। বোলিংয়েও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। পাওয়ার প্লের আগে দলের মূল স্পিনার নারিনকে না আনাটা বড় ভুল ছিল। পেসার কামিন্স শুরুতেই ব্যর্থ। কিন্তু রোহিত শর্মা সেট হয়ে যাওয়ার পর নারিনকে আক্রমণে আনলেন কার্তিক। আর এই ভুলের মাশুল ভালোভাবেই গুনতে হল। ব্রেন্ডন ম্যাককালামের মতো আক্রমণাত্মক মানসিকতার কোচ থাকতেও নাইটদের এত রক্ষণাত্মক খেলাটা অবাক করেছে সকলকেই। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে এই বিষয়গুলোই চিন্তায় রাখবে বেগুনি ব্রিগেডকে।
অপরদিকে হায়দরাবাদের সবথেকে বড় সমস্যা নড়বড়ে মিডল অর্ডার। ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর ওপর নির্ভরশীল গোটা ব্যাটিং। তার প্রমাণ আরসিবি ম্যাচ। বেয়ারস্টো ফিরতেই হারও নিশ্চিত হয়ে যায়। শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৪৩ রান। সেখানে ৩২ রানের মধ্যেই শেষ ৭ উইকেট পড়ে যাওয়ায় ১০ রানে ম্যাচ হারে সানরাইজার্স। তার ওপর দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মিচেল মার্শ গোড়ালিতে চোট পেয়ে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। গত ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন ওয়ার্নার। এই ম্যাচে তিনি রানে ফিরলেই নাইটদের বিপদ। কেন উইলিয়ামসনকে আজও পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ব্যাটিংয়ের তুলনায় হায়দরাবাদের বোলিং শক্তিশালী। পেসার ভুবনেশ্বর কুমার এবং রশিদ খানের মতো স্পিনার রয়েছেন। আজ দলে আসতে পারেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার মহম্মদ নবী। তাই আজও যদি ব্যাটিং অর্ডার ব্যর্থ হয় তাহলে নাইটদের কপালে দুঃখ আছে।