Last Updated on November 12, 2021 11:28 PM by Khabar365Din
৩৬৫ দিন। কোভিড সতর্কতা বজায় রেখেই দেখতে দেখতে এসে পড়ল বাঙালির অন্যতম সেরা পার্বণ আন্তর্জাতিক কলকাতা বইমেলা। করোনা আবহে গতবছর বইমেলা সম্ভব না হলেও, আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা বইমেলা, সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে বইপ্রেমীদের কথা ভেবে এবারের মেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। থিম কান্ট্রি বাংলাদেশ, উদযাপিত হবে শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং অবশ্যই সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ। আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি জনেরা। প্রতিবারের মত অসংখ্য প্রকাশনা সংস্থা স্টল দেবে মেলায়, তবে সংখ্যায় কম না হলেও স্টলের মাপ ছোট হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, বইপ্রেমীরা তখনই মেলায় প্রবেশ করতে পারবেন মাস্ক ও ডাবল ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে। এক্ষেত্রে যাদের ১৮ বছর বয়স হয়নি অর্থাৎ যারা এখনো ভ্যাকসিন এর আওতায় আসেননি তারাও মেলায় প্রবেশ করতে পারবেন। বাংলাদেশ সরকার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে জানিয়েছে, মেলায় তারা শেখ মুজিবের স্ট্যাচু প্রতিস্থাপন করবেন। মেলার জন্য চালু থাকবে ইপাস। গিল্ডের সাধারণ সম্পাদক শ্রীকুমার চট্টোপাধ্যায় জানালেন, মেলা কর্তৃপক্ষের তরফে আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। উনি আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
তারপর তো কোভিড দেখা দিল। আবার ওঁর সঙ্গে যোগাযোগ করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবারের বইমেলায় আসার সম্ভাবনা আছে। মাস্ক ছাড়া মেলায় ঘোরাফেরা করলেই ধরা পড়লে ফাইন করা হবে। সর্বোপরি ফিজিক্যাল বইমেলাকে ভার্চুয়ালি দেখানো হবে। যার ফলে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষ কলকাতা বইমেলায় হাওয়া সেমিনার সহ অন্যান্য সব অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারবে।মেলায় মেনে চলতে হবে কোভিডবিধি। শারীরিক দূরত্ববিধি মেনে চলার জন্য মেলা প্রাঙ্গণ খোলামেলা রাখা ভাবনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় শুধুমাত্র শহর বা রাজ্যের দর্শক নয়, আসেন ভিন রাজ্যে এমনকী, ভিন দেশের সাহিত্যপ্রেমীরাও। কিন্তু কোভিড পরিস্থিতি অনেকে ভিন শহরে আসতে ভয় পাচ্ছেন। তাঁদের কথা ভেবে এক অনন্য উদ্যোগ নিয়েছে গিল্ড। গিল্ডের তরফে জানানো হয়েছে, বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ সালে কলকাতা বইমেলা উপস্থিত থাকবে গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। তবে অনলাইনে বই কেনা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে জানালেন, কলকাতার মেলা প্রাঙ্গনে না হাজির থেকেও সাক্ষী থাকা যাবে বইমেলার। কোভিড পরিস্থিতিতে বিদেশি দর্শকদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতির জেরে ২০২০ সালে বন্ধ ছিল বইমেলা। সেই মেলার থিম ছিল ‘বাংলাদেশ’। ২০২২ সালের বইমেলার থিম হচ্ছে সেই বাংলাদেশ-ই।