Last Updated on May 30, 2023 1:39 PM by Khabar365Din
৩৬৫ দিন। কলকাতায় কিছুটা রুক্ষতা বজায় থাকলেও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। আলিপুর আবহাওয়া দফতরের খবর, আপাতভাবে দিন পাঁচেক শুষ্ক থাকবে আবহাওয়া। তবে, এই কদিন জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হবেই।আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। ফলে, আরও একবার গরমের তীব্রতা আঁচ পেতে চলেছে শহরবাসী। এমনিতেই, দিনের বেলায় তাপমাত্রার কারণেই অতিষ্ঠ রাজ্যবাসী। কিছুদিন আগেই পর পর কালবৈশাখীতে স্বস্তি ছিল গোটা রাজ্যেই।
আবহাওয়াবিদরা জানান, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত থাকার দরুন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সমতলে। সেই কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিকেলের পর থেকে ঝড়বৃষ্টি চলবে। ২৮ তারিখ, পর্যন্ত চলে এই আবহাওয়া। অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একইসঙ্গে ঝড়বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। এদিকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল। কিছুদিন আগেই দফতর জানায়, ৪ জুন নাগাদ কেরলে ঢুকতে পারে মৌসুমী বায়ু। সাধারণ সময়, ১ জুন।
স্বাভাবিক দিনের এক দুদিন এগিয়ে পিছিয়ে যাওয়াকে অবশ্য স্বাভাবিক বলেই ধরা থাকেন আবহাওয়াবিদরা। তাই, সেখান থেকে দেখলে দিন দুয়েক পিছিয়ে ঢুকতে পারে বর্ষা। তারপর, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। চলতি মরশুমে পর পর কালবৈশাখীতে কিছুটা স্বস্তি বজায় থাকলেও এ বছরেই তাপমাত্রার রেকর্ড করে কলকাতায় গ্রাফ পৌঁছায় ৪১ ডিগ্রিতে। দফতরের খবর, শেষ ২০১৬ সালে দেখা গিয়েছিল এরকম গ্রাফ অর্থাৎ ৪১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল শহরের তাপমাত্রা। তারপর, দীর্ঘ ৭ বছরেও পৌঁছায়নি ৪১ এ। গত বছর আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। তারপর, আর রেকর্ড ভাঙেনি গ্রাফ।