Dengu: ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার থেকে সারপ্রাইজ ভিজিটে নামছে কলকাতা পুরসভা

0

Last Updated on September 19, 2023 5:35 PM by Khabar365Din

৩৬৫ দিন। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল মঙ্গলবার থেকে সারপ্রাইজ ভিজিটে নামছে কলকাতা পুরসভা। উল্লেখ্য, অনেক কেন্দ্রীয় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ডেঙ্গু প্রতিরোধে কলকাতা পুরসভার নিয়ম মানছে না। যে সকল সংস্থা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। সোমবার এ কথা জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ। অতীন ঘোষ নিজে আগামীকাল মঙ্গলবার থেকে পথে নামছেন। পুরসভার হেলথ সেন্টার গুলিতে সারপ্রাইজ ভিজিট করবেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুর আধিকারিকরাও হেলথ সেন্টার গুলিতে সারপ্রাইজ ভিজিট করা নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে।

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অক্টোবর মাস ডেঙ্গি মোকাবিলার ক্ষেত্রে চ্যালেঞ্জিং বলে বলে মনে করছে কলকাতা পুরসভা। এই সময়ে পুর কর্মীরাও ঠিক মতো কাজ করছেন কিনা সেদিকেও নজরদারি চালানো হবে। সর্বত্র ব্লিচিং পাউডার ছড়ানো হবে। কোথাও যেন জল না জমে সেদিকে নজর রাখা হবে। কোন বাড়িতে যদি জল জমা থাকে তাহলে সে ক্ষেত্রে সেই বাড়িতে ঢুকে জমা জল পরিষ্কার করবে কলকাতা পুরসভা। সোমবার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন,’গত বছর ৯০ হাজার পরীক্ষা হয়েছিল। এবছর ইতিমধ্যেই ৭০ হাজারের ওপর ডেঙ্গু পরীক্ষা হয়ে গিয়েছে। আমি কাল থেকে রাস্তায় নামছি। যে সকল প্রতিষ্ঠান নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুরসভার আধিকারিকেরা যদি কাজে গাফিলতি করে তাহলে এক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই দুটো মাস আমাদের কাছে চ্যালেঞ্জিং এই দুটো মাস ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারলে সাধারণ মানুষের উপকার হবে।’