Last Updated on May 21, 2023 9:14 PM by Khabar365Din
৩৬৫ দিন। গত বছর কালবৈশাখী ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে বোট উল্টে মৃত্যু হয় দুই ছাত্র সৌরদীপ চট্টোপাধ্যায় এবং পূষাণ সাধুখাঁ এর। অভিযোগ ওঠে, সেই সময় পেট্রল বা ডিজেল চালিত উদ্ধারকারী বোট সরোবরে না থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে।তারপর রবীন্দ্র সরোবরের রোয়িং করার ক্ষেত্রে রাজ্য সরকার গাইডলাইন বেঁধে দেয়, তৈরি হয় এসওপি। দীর্ঘ সময়ের পর রবীন্দ্র সরোবরে ফের নতুন করে শুরু হয় রোয়িং।
রবিবার এই দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে সরোবরের সকল রোয়িং ক্লাব গুলি রোয়িং সেফটি ডে পালন করে। সেমিনার, সচেতনতামূলক প্রচার এবং ড্রিলিং এর মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। পরে পশ্চিমবঙ্গ রোয়িং অ্যাসোসিয়েশনের সভাপতি শুভাশিস দাশগুপ্ত বলেন, ‘সচেতনতামূলক প্রচার যত বেশি হবে, রোয়িং এর সময়ে ততই রোয়ারদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। প্রত্যেকটি ক্লাব পৃথক পৃথকভাবে রোয়িং সেফটি ডে পালন করেছে।’ উল্লেখ্য তথাকথিত বেশ কিছু পরিবেশপ্রেমী রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় উদ্ধারকারী বোট হিসেবে পেট্রোল বা ডিজেল চালিত বোটের বিরোধিতা করে।
ব্যাটারিচালিত বোট গুলি পেট্রোল বা ডিজেল চালিত বোটের তুলনায় অনেক কম স্পিডে চলার ফলে উদ্ধারকার্য অনেক দেরি হয়। পেট্রোল বা ডিজেল চালিত বোটের স্বপক্ষে দাঁড়ায় সরোবরের সকল রোয়িং ক্লাব গুলির কর্তৃপক্ষ। কিন্তু জাতীয় গ্রিন বেঞ্চ এর নির্দেশিকা থাকায় সেই সময় তা চালানো সম্ভব হয়নি। পরবর্তীকালে যে এসওপি নির্ধারণ করে দেওয়া হয়, তাতে প্রত্যেক রোয়ারের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে সে দিকটাকেই সব থেকে জোর দেওয়া হয়। তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে পেট্রোল বা ডিজেল চালিত উদ্ধারকারী বোট রাখার নির্দেশ দেওয়া হয় যাতে কোন রকমের বিপদ ঘটলে যেন দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করা যায়।
রবিবার প্রতিটি ক্লাবই এসওপি মেনে মক ড্রিলিং করে প্রত্যেক রোয়ারকে বুঝিয়ে দেওয়া হয়, কীভাবে রোয়িং করার সময় সেফটি ম্যানুয়েল মাথায় রেখে রোয়িং করতে হবে। অন্যদিকে এদিন দুর্ঘটনায় মৃত ওই দুই ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। বিভিন্ন রোয়িং ক্লাব পৃথকভাবে রোয়িং সেফটি ডে পালনের মধ্যে দিয়ে রাজ্যের রোয়ারদের উৎসাহ দিয়েছে।