৩৬৫ দিন | অবশেষে সব ঠিক থাকলে সেপ্টেম্বর ১৫ থেকে কলকাতা পুলিশে চালু হতে যাচ্ছে ই কোর্ট ও ই চালান পদ্ধতি | আপাতত ২৫ টি ট্রাফিক গার্ডের মধ্যে ব্যস্ততম ৪ টি সদর, দক্ষিণ, হাওড়া ব্রিজ ও জোড়াবাগান ট্রাফিক গার্ডের মামলা হবে এই নতুন পদ্ধতিতে | তবে পুজোর পর তা আরও কয়েকটি গার্ড সহ সবকটিতেই চালু হবে | তবে সুবিধার জন্য এখনই অফ লাইন পদ্ধতি বাতিল হচ্ছে না। তা ধীরে ধীরে বাতিল করা হবে।
কি এই ই কোর্ট, ই চালান?
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে এখন কোনো মামলা হলে অভিযুক্তর কোনো নথি বাজেয়াপ্ত করে সার্জেন্ট | ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট গার্ডে বা অনলাইন এ জরিমানার টাকা জমা দিয়ে তার প্রমান নিয়ে ওই সংশ্লিষ্ট গার্ডে তা দেখলে নথিটি ফেরত দিতে হয় | ১৫ দিনের বেশি হয়েগেলে সাধারণত আইনজীবির মাধ্যমে নির্দিষ্ট আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায় | এখন এই ফাইন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সঙ্গে সঙ্গে সার্জেন্টের বিশেষ মোবাইল যন্ত্রের মাধ্যমে দিয়ে দেওয়া যাবে | আদালতে গেলে ই কোর্ট এর মাধ্যমেও দ্রুত অনলাইন ফাইন দিয়ে নথি ছাড়ানো যাবে | ব্যাঙ্কশাল আদালতের ৪ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই বিশেষ ই কোর্ট ম্যাজিস্ট্রেট করা হয়েছে এই ৪ টি গার্ডের জন্য |
লাভ কি হবে নাগরিকদের ;
এই পদ্ধতির ফলে ঘটস্থল থেকেই সমস্যা সমাধান করা যাবে | ডেবিট, ক্রেডিট কার্ড ব্যবহার করার সুবিধা থাকলে ঘটনাস্থল থেকেই ঝামেলা মিটে যাওয়ার সুবিধা পাওয়া যাবে | ই কোর্ট হওয়াতে সমস্যার দ্রুত নিস্পত্তি হবে |
যুগ্ম কমিশনার সন্তোষ পান্ডে জানিয়েছেন গত ২ মাস ধরে এই ধরণের মেশিন, ট্রেনিং এই ৪ গার্ডের অফিসারদের দেওয়া হয়েছে | তারা ২ মাস অনলাইন, অফলাইন করে পদ্ধতির ত্রুটি বিচ্যুতি দেখে তবেই সেপ্টেম্বর ১৫ থেকে চালু করা হচ্ছে |তিনি জানান এরপর গাড়িচালকদের কোনো নথিই সাথে রাখতে হবে না | তা বাজেয়াপ্তও হবে ডিজিটালি |