Newtown: নিউটাউনে শুরু হল ভাষা মেলা

0

Last Updated on March 25, 2023 6:38 PM by Khabar365Din

৩৬৫ দিন। রাজ্যের উচ্চ-শিক্ষা দফতরের অন্তর্গত ইনস্টিটিউট অফ ল্যাঙ্গোয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্যোগে রাজ্যে এই প্রথম শুরু হলো ভাষা মেলা। দু’দিনের এই মেলায় নিউটাউনের রবীন্দ্রতীর্থে বিভিন্ন লুপ্তপ্রায় এবং আঞ্চলিক ভাষা নিয়ে চর্চা করবেন অন্যান্য রাজ্য থেকে আগত ভাষাবিদরা। তাঁরা চেষ্টা করবেন নতুন প্রজন্মকে কিভাবে আঞ্চলিক ভাষা নিয়ে আগ্রহী করে তোলা যায় এমনটাই জানান উদ্যোক্তারা। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ভাষা মেলার উদ্বোধন করেন।

সাংবাদিকদের তিনি জানান, মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহেই দেশের মধ্যে এই প্রথম পশ্চিমবঙ্গ-ই এমন একটি রাজ্য যারা ‘ভাষা মেলা’র আয়োজন করল। মুলত মুখ্যমন্ত্রীর আগ্রহ না থাকলে আঞ্চলিক এবং লুপ্তপ্রায় ভাষা চর্চা কেন্দ্র ইনস্টিটিউট অফ ল্যাঙ্গোয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সরকারী সংস্থাটি গড়ে তোলা যেত না বলে পরিষ্কার জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here