School Summer Vacation: শেষ গরমের ছুটি,আগামী ৫ জুন থেকে খুলছে রাজ্যে স্কুল

0

Last Updated on May 30, 2023 9:12 PM by Khabar365Din

৩৬৫ দিন।শেষ গরমের ছুটি।মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে।আগামী ৫ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শুরু হবে পঠনপাঠন।প্রাথমিক স্কুল খুলবে ৭ জুন।গত ২ মে থেকে রাজ্যে শুরু হয়েছিল গরমের ছুটি।তার আগেও তাপপ্রবাহের কারণ দেখিয়ে ১ সপ্তাহ স্কুল বন্ধ রেখেছিল রাজ্য সরকার।সরকারি ছুটির তালিকা অনুসারে ৪ জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা।সেই অনুসারেই ৫ জুন থেকে স্কুল খোলার ঘোষণা করল সরকার।

গরমের ছুটির পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে অতিরিক্ত ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।উল্লেখ্য,চৈত্রের শেষ থেকেই দহন তীব্র হয়েছিল রাজ্যে। একটানা ১৫ দিন ধরে রাজ্যে তীব্র দহন শুরু হয়ে গিয়েছিল। তার জেরে এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছিল।তারপরেই শিশু পড়ুয়াদের কথা মাথায় রেখে ২ মে থেকেই গরমের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রায় ১ মাস ধরে গরমের ছুটি কাটাল সরকারি স্কুলগুলি।এর আগে ২৪ মে থেকে স্কুল গুলি ছুটি পড়ার কথা ছিল। কিন্তু গরমের জন্য ছুটি আগেই দিয়ে দিয়েছিল রাজ্য সরকার। তবে বেসরকারি স্কুলগুলি খোলা ছিল। মাঝে তারা অনলাইন স্কুল শুরু করে। এক সপ্তাহ অনলাইন ক্লাসের পর ফের বেসরকারি স্কুলগুলি খুলে দেওয়া হয়েছিল। তারপরে নির্ধারিত সময়েই বেসরকারি স্কুলগুলি ছুটি ঘোষণা করে।তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,এখনই রাজ্যে গরম কমার তেমন কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। পরবর্তী তিন-চার দিনে চার ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে তাপমাত্রা।আদ্রতা ভোগাবে রাজ্যবাসীকে।