Weather report: উত্তর-পশ্চিমে নিম্নচাপের সৃষ্টি, আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বাড়বে অস্বস্তি

0

Last Updated on July 21, 2023 12:04 PM by Khabar365Din

৩৬৫দিন। বৃষ্টির মরশুমেও স্বস্তি নেই। কখনও আংশিক মেঘলা আকাশ কখনও ঝিরঝিরে বৃষ্টি। আজ অর্থাৎ ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দুই জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় শনিবারের পর বদলাবে আবহাওয়া। বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি থাকবে না, হালকা বা মাঝারি ধরনেরই হবে বলে জানানো হয়েছে । আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রারও খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তনও থাকবে না।

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। মূলত নিম্নচাপের জেরেই বাড়ছে অস্বস্তি। হাওয়া অফিস সূত্রে জানা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশার কাছাকাছি অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, যা বৃহস্পতিবার মধ্যে রূপান্তরিত হয়েছে নিম্নচাপে। পাশাপাশি রয়েছে মৌসুমী অক্ষরেখা। কিন্তু, এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। ওড়িশা, ছত্তিশগড়, তেলঙ্গানা, বিদর্ভে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কোনও জায়গাতেই এই মুহূর্তের ভারী বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। আপাতত জলীয় বাষ্পের জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ইতিমধ্যেই উন্নতি হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার । আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই নেই ভারী বৃষ্টির সম্ভাবনা।