Weather Report: নিম্নচাপের জেরে আগামী ২ দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

0

Last Updated on July 29, 2023 12:30 PM by Khabar365Din

৩৬৫দিন। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও রৌদ্রোচ্ছল আবহাওয়া ছিলই কলকাতায়। তবে এবার খুশির খবর দিল আলীপুর আবহাওয়া দপ্তর। তাদের তরফে আগেই জানানো হয়েছিল যে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। অবশেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জারি হল ভারী বৃষ্টির সতর্কতা। তবে কলকাতায় মেঘলা আকাশ সঙ্গে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে । বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারনে অস্বস্তি বজায় থাকবে । আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ অক্ষরেখার পরিবর্তন অবস্থান পরিবর্তন হয়েছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গে এবার ভারী বর্ষণ এর সম্ভাবনা রয়েছে।

মূলত সে কারণেই দুদিনের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারই ভূ-ভাগে প্রবেশ করেছে ঘূর্ণাবর্ত। সেই সিস্টেমের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। হাওয়া অফিসের পূর্বাভাস, এই ঘূর্ণাবর্তের জেরে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্তমান, বীরভূম, মু্র্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে।

তবে শনিবার থেকে মাঝারি ও ভারী বৃষ্টির স্বাদ পাবে দক্ষিণবঙ্গ। এ বছর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোনও ভারী বৃষ্টি হয়নি। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। এর ফলে খরিফ চাষে বিস্তর সমস্যা তৈরি হয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩২ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ এবং ৭৪ শতাংশের আশেপাশে। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ০০৫.১ মিলিমিটার ।