Last Updated on September 22, 2021 12:37 AM by Khabar365Din
৩৬৫ দিন। ফের চর্চায় কালারফুল বয়। ধুতি-পাঞ্জাবি পরে ফুল দমে ঢাক বাজিয়ে দিদির জন্য প্রচারে নামেন মদন মিত্র। মঙ্গলবার প্রায় সাড়ে ৬টা নাগাদ বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এর সামনে এই অনুষ্ঠান হয়। ভবানীপুর তার মেয়েকেই চায়। ভারতও তার মেয়েকেই চায়।
ভবানীপুর উপনির্বাচনকে সামনে রেখে সারা বাংলাতেই মুখ্যমন্ত্রীর আবাহনী গাইছেন তিনি। ভবানীপুরের মহিলাদের সঙ্গে শঙ্খ ঘন্টা ও নিজে ঢাক বাজিয়ে মহাপ্রচারে নেমেছিলেন মদন মিত্র।