১০ জেলার ৬৯ পুজোর ভার্চুয়াল উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, রোগমুক্ত বাংলা

0

Last Updated on October 15, 2020 7:31 PM by Khabar365Din

৩৬৫দিন। করােনা আবহের মধ্যেই রাজ্যে আগমনী সুর। শিউলি ফুলের বরণডালা, মঙ্গল প্রদীপ ও মঙ্গলঘটে সুসজ্জিত নবান্ন সভাঘর থেকে বুধবার ভার্চুয়াল মাধ্যমে উত্তর ও দক্ষিণবঙ্গের ১০ জেলার ৬৯টি দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মা দুর্গার কাছে। করােনামু, দাঙ্গা, অন্যায় পৃথিবীরও কামনা করলেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রার্থনা,সকলকে ভাল রেখাে মা। সকলেই যেন ভালাে থাকে, সুস্থ থাকে, করােনা থেকে, সংকট থেকে, দাঙ্গা থেকে, অন্যায়-অবিচার থেকে সকলকে ক্ষু করাে মা ভালাে রেখাে ।

এদিন প্রথম উত্তরবঙ্গের জেলাগুলাে ধরে পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, ২ দিনাজপুর ও মালদা এবং দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের পুজো উদ্বোধন করেন তিনি। এই প্রথমবার নবান্নের সভাঘর থেকে ভারচুয়ালি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যেহেতু নিজে তিনি ওই পুজো গুলােতে সশরীরে যেতে পারলেন না তাই উদ্বোধনের মাঝেই আক্ষেপ প্রকাশ করেছেন। একাধিক বার। মুখ্যমন্ত্রীর কথায়,ক্ষ্মআজকের দিনটা ঐতিহাসিক দিন। জাতীয় উৎসব দুর্গাপুজোর শুভ উদ্বোধনের জন্য নবান্ন সভাঘরকে আস্ত পুজো মণ্ডপের সাজে সাজিয়ে তােলা হয়েছে।ক্ষ্ম মুখ্যমন্ত্রী এদিন জেলার পুজো | উদ্বোধনের পাশাপাশি কলকাতার নাকতলা উদয়ন সংঘ এবং আহিরিটোলা সর্বজনিন দুর্গোৎসব কমিটিরও পুজো উদ্বোধন করেন সশরীরে।