Kolkata Metro: কলকাতা মেট্রোয় চিনের অত্যাধুনিক ডালিয়ান রেক

0

Last Updated on March 18, 2023 6:46 PM by Khabar365Din

৩৬৫ দিন। যাত্রী স্বাচ্ছন্দকে মাথায় রেখে চিনের অত্যাধুনিক ডালিয়ান রেক নিয়ে মেট্রো চলাচল শুরু হল কলকাতায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দমদম স্টেশন থেকে পার্ক স্টিট পর্যন্ত ডালিয়ান রেক (এমআর ৫০১) নিয়ে মেট্রো চলাচল শুরু হলেও আজ শনিবার সকাল থেকে সর্বসাধারণের জন্য ডালিয়ান রেক নিয়ে একাধিক মেট্রো বিভিন্ন রূপে চলাচল শুরু করেছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মাস চারেকের মধ্যে আরও চারটি ডালিয়ান রেক কলকাতা মেট্রো পেতে চলেছে। ধাপে ধাপে মোট ১৪টি রেক আসবে চিন থেকে। চারটি রেক এখন আসার অপেক্ষায় আছে। একেকটি রেক বানাতে খরচ পড়েছে ৮৫ কোটি টাকা। এই রেকগুলোতে যাত্রী স্বাচ্ছন্দ‌্য অনেক বেশি। অনেক বেশি যাত্রী উঠতে পারবেন ট্রেনে। এমনকি ডালিয়ান রেক যে সমস্ত মেট্রোরেলে থাকবে সেগুলি অন্যান্য এসি মেট্রো তুলনায় অনেক কম ঝাকুনি হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে এই রেকটিকে আনা হয় চিন থেকে। এই রেকটি ছিল নোয়াপাড়া কারশেডে। তারপর মেট্রোরেল কর্তৃপক্ষের নানা জটিলতায় থমকে গিয়েছিল এই অত্যাধুনিক রেকের পরীক্ষা-নিরীক্ষার কাজ। ফলে কিছুতেই যাত্রী নিয়ে ছোটার ছাড়পত্র পাচ্ছিল না চিনের এই ডালিয়ান রেক। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হতে না হতেই কোভিড ১৯ এসে পড়ায় সব কাজ থমকে গিয়েছিল। মেট্রো সূত্রের খবর, নতুন রেক এসে পৌঁছনোর পরে রেলের মান নির্ধারক সংস্থা ‘ রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন’ এর নির্দেশ মেনে ৩২ রকমের পরীক্ষা করতে হয়। পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ফল ইতিবাচক হওয়ার পরেই চিনের রেকের ব্যবহারের ছাড়পত্র মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here