Weather Report : কমছে বর্ষা ফের কিছুদিন গরম বাড়ার সম্ভাবনা

0

Last Updated on August 22, 2023 4:52 PM by Khabar365Din

৩৬৫ দিন। আবারও হোঁচট খেতে চলেছে সে। জানা গিয়েছে, ২১ অগাস্ট অর্থাৎ সোমবার থেকে ২৮ অগাস্ট আগামী সোমবার পর্যন্ত দুর্বল হবে বর্ষা। বাড়বে তাপমাত্রা, আদ্রর্তাজনিত অস্বস্তি এবং হাসফাঁস গরম।সোমবার দক্ষিণবঙ্গের জন্যও কোনও ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ১৫ জেলায় বৃষ্টিপাত হতে পারে ৷ তবে মাঝে মধ্যে মেঘলা হওয়ার সম্ভাবনা থাকলেও বৃষ্টির দাপট তেমন থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস ।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, অগাস্ট মাসে দেশজুড়ে ৩৬ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। তাদের আশঙ্কা সমস্ত চলতি বছরের অগাস্ট শুষ্কতম বর্ষার মাসের তকমা পাবে।আবহাওয়াবিদরা জানিয়েছেন ২০০৫ সালে অগাস্টে ২৫ শতাংশ বৃষ্টির ঘাটতি ছিল। ২০২৩ সালে সেই রেকর্ড ভেঙে বৃষ্টির ঘাটতি থাকতে পারে ৪০ শতাংশ। এমনটা হলে ১৯১৩ সালের পর এটিই হবে সবচেয়ে শুষ্কতম অগাস্ট।তবে কারণ হিসেবে বর্ষার পথে ইতিমধ্যেই কাঁটা হয়ে দাঁড়িয়ে পড়েছে এল নিনো। অগাস্ট মাসে দফায় দফায় বৃষ্টি থমকে যাওয়াই তার প্রমাণ। কেবলমাত্র অগাস্টই নয়, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে আগামী সেপ্টেম্বর মাসেও বর্ষার ঘাটতি থাকবে।

৮৭ শতাংশ সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরেও ১০ শতাংশ বৃষ্টির ঘাটতি থাকবে। ৪৭ শতাংশ সম্ভাবনা রয়েছে এই ঘাটতি বেড়ে দাঁড়াতে পারে ২০ শতাংশ।এখন যে নিম্নচাপ রয়েছে, তা ফিকে হতেই অগাস্টের বর্ষার অবসান হবে। এরপর কেবলমাত্র হিমালয়ের পার্বত্য অঞ্চল,পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা সক্রিয় থাকবে। তবে উত্তরবঙ্গের বর্ষার পৰিস্থিতিও বেশ কিছুটা বদলাবে ।শিলিগুড়ি, কালিংপং , দার্জিলিঙ সহ উত্তরবঙ্গের সব কোটি জেলাতেই আগের অতিভারী বৃষ্টি থেকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিতে নেমে আসবে আবহাওয়া ।