Last Updated on March 25, 2023 8:23 PM by Khabar365Din
৩৬৫ দিন।টিকিট কাটা এখন আরও সহজ।শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে টিকিট।দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইনেও কিউ আর কোড পরিষেবা দ্রুত চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।আরও আধুনিক হচ্ছে পরিষেবা।হাতে সময় যখন কম।এর তার মধ্যেই রয়েছে গন্তব্যে পৌঁছনোর তাড়া। কিন্তু উপায় নেই।মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারে লম্বা লাইন।কলকাতা মেট্রোর চেনা দুর্ভোগের ছবিটা এবার পাল্টাতে চলেছে।সঙ্গে একটা স্মার্ট ফোন থাকলেই কেল্লা ফতে।কুইক রেসপন্স কোড বা কিউ আর কোড স্ক্যান করেই উঠে পড়া যাবে মেট্রোয়।মেট্রো রেল সূত্রে খবর,এবার থেকে বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর টিকিট।তবে তার আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেখানে লিখতে হবে, কোন স্টেশন থেকে কোথায় যেতে চান।এরপর অনলাইন পেমেন্টের মাধ্যমে মিলবে কিউ আর কোড।ঢোকার সময় মেট্রোর গেটে রিডারে কিউ আর কোড ছোঁয়ালেই খুলে যাবে দরজা।প্রসঙ্গত,৮০ এর দশকে চালু হওয়ায় কলকাতা মেট্রো অনেক পথ পেরিয়েছে। টালিগঞ্জ-দমদমের গণ্ডী পেরিয়ে এখন গঙ্গার তলা দিয়ে দৌড়নোর অপেক্ষায় মেট্রো। শহর থেকে মফঃস্বলে নিমেষে পৌঁছে যেতেও এখন মেট্রোর ওপরে ভরসা করেন অনেকেই। আর এই ৩৯ বছর বয়সেই অনেক পরিবর্তন দেখেছে কলকাতার মেট্রো। বয়স যত বেড়েছে, ততই যৌবনের আঁচ লেগেছে। আরও বেশি আধুনিক হয়েছে চেহারা। এবার টিকিট বুক করার ক্ষেত্রে আরও বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে বলেই সূত্রের খবর।