Last Updated on August 20, 2023 5:56 PM by Khabar365Din
৩৬৫ দিন। কলকাতা শহরের মূল চারটি ট্রাম লাইন বাদ দিয়ে যে সমস্ত ট্রাম ট্র্যাক গুলিতে ট্রাম চলছে না সেগুলিকে সরিয়ে ফেলার প্রস্তাব দিল কলকাতা পুরসভা। এই মর্মে রাজ্য পরিবহণ দফতরের কাছে প্রস্তাব পেশ করবে কলকাতা পুরসভা। শনিবার পুরসভার বৈঠকে (হাউসে) এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বালিগঞ্জ টু এসপ্ল্যানেড অর্থাৎ ময়দানের পাশ দিয়ে যে ট্রাম লাইনটি গিয়েছে, টালিগঞ্জ খিদিরপুর সহ কলকাতার মূল চারটে ট্রাম লাইন বাদ দিলে অন্য যে কটি ট্রাম ট্র্যাক রয়েছে সেখানে ট্রাম না চলার কারণে এবং খালি পড়ে থাকা ট্রাক গুলির জন্য দুর্ঘটনা ঘটছে। তাই যে সকল অঞ্চলে ট্রাম চলছে না সেই ট্র্যাক গুলিকে সরিয়ে ফেলার প্রস্তাব দেওয়া হবে। এদিন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, এর ফলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে অন্যদিকে শহরের গতিবেগ বৃদ্ধি পাবে। তবে সবকিছুই হেরিটেজের নিয়মাবলী মেনেই কাজ করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শহরের একাধিক জায়গায় ট্রামের ট্র্যাক ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সেই সমস্ত অঞ্চলে ট্রাম চলেনা দীর্ঘদিন ধরে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চলে ট্রামের ট্র্যাক থাকলেও এত কম পরিমাণ ট্রাম সেখানে চলে যে রাত্রিবেলা গাড়ি চলাচলের সময় প্রায়শই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই কলকাতা পুরসভা প্রস্তাব গ্রহণ করেছে, মূল চারটি হেরিটেজ ট্রাম লাইনে ট্রাম পরিষেবা চলবে এবং বাদবাকি যে ট্রাকগুলি রয়েছে সেগুলিকে আইন মেনে কীভাবে সরানো যায় তার প্রস্তাব দেওয়া হবে। উল্লেখ্য, শহরবাসীর বক্তব্য শহরের গতিবেগ বেশ পরিমাণে কমে যাচ্ছে শহরের নানান জায়গায় থাকা এই ট্রাম ট্র্যাক গুলির জন্য।
দীর্ঘদিন ধরেই কলকাতার নাগরিকেরা নারান ভাবে এর বিরোধিতা করে এলেও একশ্রেণীর নাগরিকেরা ট্রামের হেরিটেজ রক্ষার জন্য উদ্যোগী হয়ে সচেতনতা শিবির করেছে বিভিন্ন জায়গায়। নাগরিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েই এবং যথাযথ সহাবস্থানের মধ্য দিয়ে একদিকে যেমন হেরিটেজ ট্রাম লাইন রাখা, অন্যদিকে শহরের গতিবেগ বাড়ানোর জন্য এবং দুর্ঘটনা কমাতে যে সকল রাস্তায় ট্রাম চলেনা সেই সকল রাস্তা গুলি থেকে ট্রামে ট্র্যাক সরিয়ে দেওয়ার প্রস্তাব গ্রহণ করার পক্ষে কলকাতা পুরসভা।