নিউটাউনে নতুন আর্ট গ্যালারি

0

Last Updated on August 6, 2021 11:52 PM by Khabar365Din

৩৬৫ দিন। আধুনিকতম থেকে অত্যাধুনিক জিনিসের সম্ভার দিয়ে গড়ে তোলা হচ্ছে নিউটাউন। সেখানে এই নব্য শহরের শেষ মাথায় রয়েছে শুভাপ্রসন্নর আর্টস একর। কিন্তু এই শহরের প্রাণ কেন্দ্রে ছিল না কোনও আর্ট গ্যালারি। সেই কারণেই এবার নতুন একটি আর্টস গ্যালারি উদ্বোধন করা হয়। নিউটাউনে একটি নতুন আর্ট গ্যালারির উদ্বোধন করলেন আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।নাম দেওয়া হয়েছে স্মার্ট আর্ট গ্যালারি। চারশো বর্গফুটের এই গ্যালারি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। শুক্রবার সিটি সেন্টার ২ এর উল্টোদিকে এই গ্যালারির উদ্বোধন হয়।প্রতি সপ্তাহে সেখানে স্থানীয় চিত্র শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি প্রদর্শিত হবে।এদিন শিল্পী অশোক মল্লিক এর আঁকা একাধিক ছবি প্রদর্শিত হয়।প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই গ্যালারি সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে।
এদিন এই গ্যালারির উদ্বোধন করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘গোটা দেশ জুড়ে একাধিক স্মার্ট সিটি থাকলেও নিউটাউনের মত এত সুন্দর স্মার্ট সিটি আর কোথাও নেই।এখানে একই সাথে সবুজ পরিবেশ, ফিনান্সিয়াল হাব, ইকো পার্ক, রবীন্দ্র তীর্থ সহ একাধিক ভাল লাগার বিষয় আছে।উল্টোদিকে সিটি সেন্টারে কেনা কেটা করে বা খাবার দাবার খেয়ে পেটের খিদে মিটলেও মনের খিদে মিটবে না।মনের খিদে মেটার জন্য এই স্মার্ট আর্ট গ্যালারিতে সবাইকে আসতে হবে।‘

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here