Last Updated on March 25, 2023 9:40 PM by Khabar365Din
৩৬৫ দিন।সিভিক ভলান্টিয়ারদের নয়া গাইডলাইন রাজ্যের।সেই সার্কুলারে বলা হয়েছে,আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ তাদের দেওয়া যাবে না।ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা।পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা।আরও জানানো হয়েছে,আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না।
একেবারে স্পষ্ট ভাষায় এই নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত,কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের তরফে বিস্তারিত গাইডলাইন প্রকাশ। কোন কোন কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন, তা ওই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুক্রবারই এই নির্দেশিকা জারি করা হয়।আগামী ২৯ মার্চের মধ্যে কলকাতা হাই কোর্টে তা জমা দিতে বলা হয়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ।