Last Updated on May 29, 2023 12:44 PM by Khabar365Din
৩৬৫ দিন।পরিবেশ দূষণ রুখতে নতুন উদ্যোগ।শহরের পার্কগুলিতে প্লাস্টিকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা।এবার থেকে পুরসভার অধীনে থাকা কোনও পার্কে পলিথিন নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না।ওই সমস্ত পার্ককে নো প্লাস্টিক জোন হিসাবে ঘোষণা করেছে কলকাতা পুরসভা।উদ্যান বিভাগের আধিকারিকদের এই নির্দেশ কার্যকর করতে বলেছে কলকাতা পুরসভা।প্লাস্টিকের ক্যারি ব্যাগ বহনকারী মানুষদের পার্কে প্রবেশ করতে না দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন।
তিনি জানিয়েছেন,কোনও দর্শনার্থী পানীয় জলের বোতল নিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন।তবে যদি কেউ প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করার পর পার্কের মধ্যে ফেলে দেন তাহলে সেই ব্যক্তিকে পার্ক থেকে বাইরে বের করে দেওয়া হবে।এনিয়ে কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডের পার্কগুলিতে নজর রাখতে এবং দর্শনার্থীদের সঙ্গে কঠোর হওয়ার আগে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সচেতনতামূলক প্রচার চালানোর জন্য আবেদন করেছেন মেয়র পারিষদ। প্রসঙ্গত, কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ছোট বড় মিলিয়ে মোট ৭৫০টি পার্ক রয়েছে কলকাতা পুরসভার অধীনে।
ফলে এত সংখ্যক পার্কের রক্ষণাবেক্ষণ করা কঠিন কাজ বলেই মনে করছেন আধিকারিকদের একাংশ।এর মধ্যে অর্ধেক পার্ক রয়েছে যেগুলি ছোট। এই ছোট পার্কগুলিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা প্রয়োজন রয়েছে বলে মনে করছেন আধিকারিকরা।যদিও দেশবন্ধু পার্ক, টালা পার্ক, ইলিয়ট পার্ক, সিটিজেনস পার্ক, দেশপ্রিয় পার্ক, পার্ক সার্কাস ময়দান-সহ বড় পার্কগুলি থেকেও নিয়মিত প্রচুর প্লাস্টিক সামগ্রী পরিষ্কার করা হয়। পুরসভার পার্ক বিভাগের আধিকারিক জানান,এই সমস্ত পার্কগুলিতে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার আগে পুরসভার আরও কঠোর হওয়া প্রয়োজন রয়েছে।