Last Updated on September 27, 2020 5:22 PM by Khabar365Din
৩৬৫ দিন। নিউটাউনের পথ দূর্ঘটনায় প্রাণ হারালের হবু দম্পতি। লরিই পিষে দিয়ে গেল তাদের জীবন। নিউটাউনের বিশ্ববাংলা গেটের সামনে শনিবার রাতে পিছন থেকে একটি স্কুটিকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায় লরিটি। ঘটনাস্থলেই মারা যান দীপায়ন মুখার্জী এবং মেধা পাল। জানা গিয়েছে আগামী বছরই তাদের বিয়ের কথা পাকা হয়েছিল। সেই কারনে এই দুই আই টি কর্মি প্রায়শই ছুটির দিনে ঘুরতে বেরিয়ে পরতেন। বেলঘড়িয়ার বাসিন্দা দীপায়ন এবং বিরাটির বাসিন্দা মেধা সেই কারণেই গতকাল ছুটির দিনে দুজনে ঘুরতে বেরিয়ে ছিলেন। রাতে সল্টলেক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময়ে বিশ্ববাংলা গেটের কাছে বাঁ দিকে টার্ণ নেওয়ার সময় একটি লরি ওভারটেক করতে গিয়ে ওই স্কুটিকে পিষে দিয়ে চলে যায়। ঘাতক লরিটির খোঁজ শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।