Last Updated on June 18, 2023 8:16 PM by Khabar365Din
৩৬৫ দিন। চোখ ধাঁধানো আলো।ধোঁয়া।নাচ গানের উদ্দাম আওয়াজ।তার মাঝখানে একটি বাঁদরের ছানা।তাঁর গলায় আবার শিকল পড়ানো।মৃতপ্রায় অবস্থা প্রায়।কখনও গানের তালে সে নাচছে,আবার কখনও ক্লান্ত মুখে ঝিমিয়ে পড়েছে।পানাশালার মোচ্ছবী মানুষজন সেই ঝিমিয়ে পড়া বাঁদর ছানার সঙ্গেই কখনও সেলফি তুলছেন আবার কখনও আদরের নামে তাকে টানাহেঁচড়া করতে ব্যস্ত।এমনই ভিডিও দেখা গেল কলকাতার নামী নাইট ক্লাবে।উইকেন্ড পার্টির নামে কুৎসিত বিনোদন।এই ঘটনা ঘটেছে হোচিমিন সরণির টয় রুম নামে ক্লাবে।সেখানেই এই অমানবিক ঘটনা ঘটে।তবে বন্যপ্রাণ আইনে পদক্ষেপ নেওয়া হবে,এমনটাই আশ্বাস দিয়েছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।সূত্রের খবর,উইকেন্ডে এই পার্টি নাকি অত্যন্ত আকর্ষণীয় হয়।এদিন তার থিম ছিল সার্কাস।বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়।
শুক্রবার রাতে সেই পার্টির আয়োজন করা হয় ওই নাইট ক্লাবে।তবে জেনে রাখা দরকার,একসময়ে সার্কাসে বিভিন্ন বন্য়জন্তুদের এনে খেলা দেখানো হত। কিন্তু এখন তেমনটা হয় না।কারণ, আইন করে সার্কাসের বন্যপ্রাণীদের ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন। তাহলে নাইট ক্লাবে পার্টিতে কীভাবে আনা হল ওই শিশু বাদরকে?সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠেছে।এই বিষয়ে বনমন্ত্রীর বক্তব্যে,বন্যপ্রাণ আইনে এটা করা যায় না।সার্কাসে যেসমস্ত জন্তুদের দিয়ে খেলা দেখানো হত,সেগুলিও বন্ধ করে দিয়েছি। যদি এটা করে থাকে,তাহলে বন্যপ্রাণ আইনে যা করার দরকার, বন দফতর করবে।শেষ পাওয়া খবর অনুযায়ী,খবর পেয়ে ইতিমধ্যে ওই নাইট ক্লাবে হানা দিয়েছে পুলিশ।তবে কোনও লিখিত অভিযোগ আসেনি।তদন্ত চলছে।তবে এই ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করছে পুলিশ।যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তবে পশুক্লেশ নিবারণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।