Child Health: কমছে শিশুদের জ্বর সর্দির প্রকোপ

0

Last Updated on March 25, 2023 2:43 PM by Khabar365Din

৩৬৫ দিন। শহরে ধীরে ধীরে কমছে শিশুদের জ্বর সর্দির প্রকোপ (এআরআই)। আর, সেই কারণে নন এআরআই রোগীদেরও পিকুতে ভর্তি নেওয়া শুরু করল বেসরকারি হাসপাতালের একাংশ। যেখানে, বেশিরভাগ পিকু বেডই এআরআই রোগীতে ভর্তি ছিল এবং যাদের বেশিরভাগ ছিল এডিনো ভাইরাস আক্রান্ত। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন দশেক আগে পর্যন্ত পিকু বেডে রোগী ভর্তি নেওয়ার মত জায়গা ছিল না।

সংক্রমণের নিম্নগামী গ্রাফ দেখে, বিশেষজ্ঞরা জানান, পিকু সম্পুর্নভাবে এআরআই রোগী মুক্ত হতে আরও দুই সপ্তাহ লাগবে। এমনকি, ওপিডিতে সর্দি জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এক সপ্তাহ আগে পর্যন্ত, পিকুতে নন এআরআই রোগীদের চিকিৎসার জন্যে জায়গা হচ্ছিল না। এখন ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত পিকু বেড ভর্তি। আউটডোরেও ২৫ শতাংশ পর্যন্ত নেমে এসেছে রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here