অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে চলছে বিশেষ অফার,চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

0

Last Updated on April 20, 2023 12:44 PM by Khabar365Din

৩৬৫ দিন।অক্ষয় তৃতীয়া দিনটিকে অত্যন্ত শুভ দিন হিসেবে ধরা হয়। অনেকেই এই সময় ঘরে সোনা বা রুপো কেনেন। সেই কথা মাথায় রেখেই বিশেষ অফারের ব্যবস্থা করেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে। ১৫ এপ্রিল থেকে চলছে এই বিশেষ অফার।চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুভ অক্ষয় তৃতীয়া উদযাপন হচ্ছে। কতৃপক্ষের তরফে জানা গিয়েছে,এই সময় সমস্ত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার,সঙ্গে সোনা ও হিরের নতুনত্ব ও অভিনব সম্ভার থেকে নিজেদের পছন্দসই গয়না কিনে এই উৎসব উদযাপনের সুযোগ। যে বিশেষ অফারগুলি রয়েছে-১.প্রতি কেনাকেটার সঙ্গে নিশ্চিত সোনার মুদ্রা(সোনার গয়না কেনার ক্ষেত্রে কমপক্ষে ১৫ গ্রাম ওজনের জিনিস কিনতে হবে। হিরের গয়নার ক্ষেত্রে কমপক্ষে ৭৫ হাজার টাকার কেনাকাটায়। তবে এর নীচে কেনাকাটায়ও থাকছে নিশ্চিত উপহার)২.সোনার গয়নার মজুরিতে ২৫% ছাড়।৩.হিরের গয়নার মজুরিতে ১০০ % ছাড়।


৪.এছাড়া প্রতিদিন লাকি ড্রতে ৩টি করে সোনার মুদ্রা জেতার সুযোগ থাকছে।তারই সঙ্গে রয়েছে মেগা ড্রতে ৩টি স্কুটি।এই প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা জানিয়েছেন,প্রকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। অক্ষয় তৃতীয়ার পূণ্য দিনে সবাই মিলে চাইবো আমাদের প্রকৃতি সহ সব সম্পদ অক্ষয় থাকুক। তাহলেই আমাদের জীবনে সত্যিকারের সমৃদ্ধি ও শান্তি আসবে।উল্লেখ্য,বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটি পালিত হয়।শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি।এটি অফুরন্ত সুখ ও সমৃদ্ধির তৃতীয় দিন।মহাভারত অনুসারে,এই দিনে যখন পাণ্ডবরা বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তখন ভগবান কৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দিয়েছিলেন। এই অক্ষয় পাত্র কখনও খালি হত না।তা সবসময়ই খাবারে পব়িপূর্ণ হয়ে যেত।কিংবদন্তি অনুসারে, এই দিনেই মুনি বেদব্যাস গণেশকে মহাভারত বলতে শুরু করেন আর সেই শুনে গণেশ মহাভারত মহাকাব্য লিখতে শুরু করেন।শোনা যায়, অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা মর্ত্যে নেমে এসেছিলেন। আবার এই দিনেই মা অন্নপূর্ণারও জন্ম হয়।এমনকী অক্ষয় তৃতীয়ায় কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় এদিন বৈভব ও লক্ষ্মীর পুজো করা হয়।এই সবকিছুই খুবই তাৎপর্যপূর্ণ।সেই অনুযায়ী এই দিনটি অত্যন্ত শুভ।