Weather Report: শহরে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস

0

Last Updated on March 20, 2023 12:23 PM by Khabar365Din

৩৬৫ দিন। ছুটিবারেও আকাশের মুখ ভার ছিল। বাতিল হয়েছিল উইকেন্ড প্ল্যানিং। সোমবার সপ্তাহের শুরুতেও কলকাতায় মেঘ বৃষ্টির ঝঞ্ঝাট, আর কদিন? ব্যাজার মুখে শহরবাসীর এখন একটাই প্রশ্ন। যদিও, বসন্তের দাবদাহ থেকে মুক্তির স্বাদ নিতে ব্যস্ত একাংশ। দিনের বেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির গোড়া থেকে নেমে এসেছে প্রায় ১০ ডিগ্রির মত। সেখান থেকে এই পরিস্থিতি আরও কদিন জারি থাকলে ক্ষতি কি! দু পক্ষের মত বিরোধের মাঝেই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই অবস্থা বড়জোর আজ পর্যন্ত। তারপর, থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। ফিরে আসবে পুরনো ছবি। তবে, আজ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস।

দফতর এক বুলেটিন প্রকাশ করে জানায়, ২০ তারিখ হলুদ সতর্কতা। ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের খবর, গত রবিবার মেঘলা আবহাওয়ার কারণে, আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে ২৬.৫ ডিগ্রিতে। গত দুদিন ধরেই স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রা। সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান, কলাইকুণ্ড, পানাগড় সহ একাধিক জায়গায় নেমে গিয়েছে তাপমাত্রা। মোটের উপর, বেশিরভাগ জায়গায় তাপমাত্রা রয়েছে ৩০ এর নিচেই। দফতরের ব্যাখ্যা, দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সন্নিহিত এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে যেটি। যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সমতলে। এদিকে, গত বৃহস্পতিবার একে একে জেলায় নেমেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাদ ছিল না কলকাতাও। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্যে ছিল কমলা সতর্কতা। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টি। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলে। কমবেশি সব জেলাতেই বৃহস্পতিবার থেকে চলছে ঝড়বৃষ্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here