Last Updated on October 8, 2020 4:38 PM by Khabar365Din
খবর ৩৬৫দিনঃস্টাফ স্পেশাল ট্রেন থেকে আমজনতা কে নামাতে গিয়ে পুলিশের সাথে যাত্রীদের খণ্ডযুদ্ধ। সকাল ৭.১০ নাগাদ বারুইপুর থেকে শিয়ালদহ গামী ট্রেনে অবৈধ যাত্রীদের ট্রেন থেকে নামানোর চেষ্টা করে সোনারপুর জিআরপি ও আরপিএফ। সেইসময় অবৈধ যাত্রীরা একজোট হয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছুঁড়ে। পুলিশ সাময়িকভাবে কিছুটা পিছু হটে। তারপর আরও পুলিশ বাহিনী এলে অবৈধ যাত্রীদের উপর লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন যাত্রীও। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।