Last Updated on March 8, 2023 8:51 PM by Khabar365Din
৩৬৫ দিন। ফের একবার খবরের শিরোনামে উঠে এলো বাগুইহাটি উল্টোডাঙ্গা রুটের অটো। এতদিন নিজেদের দাবি-দাওয়া নিয়ে নিজেদের মধ্যে মারামারি অশান্তি রুট বন্ধ সহ আরো নানাবিধ কারণে এই রুটের অটোচালকদের উপরে ক্ষিপ্ত হয়েছে নিত্যযাত্রীরা। তার মধ্যেই এবারে যাত্রীকেই মারধরের অভিযোগ উঠলো এক অটোচালকের বিরুদ্ধে। দোলের দিন বিকেল বেলায় উল্টোডাঙ্গা থেকে নিজের বাড়ি ফিরবেন বলে বিষ্ণু সিং বাগুইহাটি উল্টোডাঙ্গা রুটের ৭৮২৬ নম্বরের অটোতে ওঠেন। যাত্রী অভিয়োগ করেছেন, অটোতে ওঠার আগে তার কাছে ৫০ টাকা নোটের খুচরো ছিলনা। এই বিষয়টি তিনি অটো চালক কে জানান। সেটা জানতে পেরে অটোচালক তাকে প্রথমে গাড়িতে চড়তে না দিলেও পরবর্তীতে নিজে থেকেই ডেকে তাকে বসান। বিষ্ণুর দাবি ওই অটো চালক তাকে নারায়নতলা বাসস্টপেজে এসে অন্য একটি অটোতে উঠে যেতে বলেন।
বিষ্ণু তখন অটোচালককে ৫০ টাকার নোটটি দিয়ে ভাড়া কাটতে বলায় বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই অটোচালক এক যাত্রীর গালে পরপর দুবার চড় মারেন। এদিকে বিষ্ণু দাবি করেছেন অটো চালককে ৩৫ টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হওয়ার পরেই অটোতে দুজন মহিলা যাত্রী বসে থাকার সময় তাদের সামনে মারধর করা হয় তাকে। গোটা বিষয়টি লিখিত আকারে বাগুইআটি থানার কাছে অভিযোগ দায়ের করেছেন হাতিয়ারার বাসিন্দা বিষ্ণু। পেশায় জুনিয়র একাউন্টেন্ট ওই যাত্রী এদিন তার পুরনো বাড়ি উল্টোডাঙায় গিয়েছিলেন সকালে। বিকেলে সেখান থেকেই তিনি বাড়ি ফিরছিলেন, সেই কারণেই তিনি এই রুটের অটোতে উঠেছিলেন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনার পরে রাতের আটটা নাগাদ বাগুইআটি থানায় গিয়ে তার অভিযোগ দায়ের করেছেন ওই যাত্রী।