Train Cancel: ফের শিয়ালদহ ডিভিশনে ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

0

Last Updated on March 24, 2023 8:17 PM by Khabar365Din

৩৬৫ দিন।কয়েক মাসে দফায় দফায় ট্রেন বাতিল হয়েছে হাওড়া-শিয়ালদা শাখায়।এবার ফের ট্রেন বাতিলের ঘোষণা করা হল শিয়ালদা ডিভিশনে।রেল সূত্রে খবর,চলতি সপ্তাহেই শনি এবং রবিবার একাধিক ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়।জানা গিয়েছে,রক্ষণাবেক্ষণের কাজ চলবে ইছাপুর এবং নৈহাটি স্টেশনের মাঝের একটি ব্রিজে। কাজ চলবে ২৫ তারিখ রাত ১০ টা থেকে ২৬ মার্চ রাত ৯ টা পর্যন্ত।সেই জন্যই শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা- শান্তিপুর রুটে তিন জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে শনিবার।শুধু শনিবারই নয়, রবিবারও ট্রেন বাতিল থাকবে।বাতিলের তালিকায় থাকছে ৫ জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল।

এছাড়াও বাতিল থাকছে একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা – গেদে এবং দমদম জং – ব্যারাকপুর লোকাল।শুধু শনিবারই নয়,রবিবারও ট্রেন বাতিল থাকবে।বাতিলের তালিকায় থাকছে ৫ জোড়া শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদা-রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল। এছাড়াও বাতিল থাকছে একজোড়া করে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা – গেদে এবং দমদম জং – ব্যারাকপুর লোকাল।যদিও সপ্তাহান্তে অফিসযাত্রীদের ভিড় অনেকটাই কম থাকে।তাও নানা প্রয়োজনে অনেকেই ধরতে হয় ট্রেন।সে কারণে ট্রেন বাতিলের ঘোষণায় চিন্তা বাড়ছে যাত্রীদের।একইসঙ্গে রবিবার তিনজোড়া লোকাল ঘুরপথে চলবে ব্যারাকপুর থেকে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন।উল্লেখ্য, এর আগে ১৪ মার্চ পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল ছিল শিয়ালদা শাখায়।শিয়ালদহ মেন শাখায় বাতিল ছিল ২৬ জোড়া ট্রেন। নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় দুর্ভোগ বাড়ে নিত্যযাত্রীদের। এবার ফের একবার দুর্ভোগের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here