Last Updated on June 17, 2022 5:07 PM by Khabar365Din
৩৬৫ দিন। দশ বছরের পর আবারও রাজ্যে পোলিও জীবাণুর হদিশ। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগে স্বাস্থ্য কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রুটিন মাফিক পরীক্ষা করতে গিয়ে কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর মেটিয়াবুরুজ এলাকার নর্দমার জলে পোলিওর জীবাণুর সন্ধান পাওয়া যায়। এরপর, মেটিয়াবুরুজ সহ পার্শ্ববর্তী এলাকায় নজরদারি আরও বাড়ায় স্বাস্থ্য দফতর।
ইউনিসেফের সঙ্গে যৌথ প্রচেষ্টায় মেটিয়াবুরুজ এলাকায় পোলিও ভাইরাস সনাক্ত করা হয় গতমাসে। তারপরই, তড়িঘড়ি ২৬ মে একটি বৈঠক সারেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। পোলিও টিকাকরণ কর্মসূচির পাশাপাশি সারা বছর হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীদের পর্যবেক্ষণ এবং বছরে দু বার বিভিন্ন এলাকায় নর্দমার জলের নমুনা পরীক্ষা করা হয়। নির্দিষ্ট এলাকায় কেউ পোলিও আক্রান্ত হয়েছেন কিনা? কিংবা কারও শরীরে কোনরকম লক্ষণ দেখা গিয়েছে কিনা?
সম্প্রতি, কেউ পোলিও টিকা নিয়েছেন কিনা? সেই নিয়েও খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের কর্তারা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালকেও সতর্ক করা হয়েছে। কেউ যদি দুর্বল প্রতিরোধ ক্ষমতা বা অন্যান্য পোলিও লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি থাকেন, তবে নির্দিষ্ট হাসপাতাল যেন সেই শিশুর প্রয়োজনীয় পরীক্ষা করার নির্দেশ দেয়। দফতরের এক আধিকারিক জানান, পোলিও ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
মেটিয়াবুরুজ এলাকায় কোনও পাবলিক টয়লেট না রাখার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্যবিভাগ। করোনা পরিস্থিতিতে বাধাপ্রাপ্ত হয় স্বাভাবিক টিকাকরন প্রক্রিয়াও। তবে, সেখান থেকেই কি এই বর্তমান অবস্থা।২০১১ সালে হাওড়ার একটি ১২ বছরের মেয়ে শেষবার পোলিওতে আক্রান্ত হয়। ২০১৪ সালের ২৭ মার্চ পোলিও মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায় ভারত। উল্লেখ্য, এর আগে হায়দরাবাদে নর্দমার জলের নমুনাতেও এই ধরনের ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস মেলে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওয়াইল্ড পোলিও ভাইরাসে সংক্রমিত হয় মানুষ। এটা সেই জীবাণু নয়।