Private Hospital: বেসরকারি হাসপাতালে ওপিডি পরিষেবায় রিপোর্ট দেখানোর সময়সীমা বৃদ্ধি

0

Last Updated on March 10, 2023 6:26 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাড়ানো হল রিপোর্ট দেখার সময় সীমা। ৭ দিনের পরিবর্তে ১৫ দিন পর্যন্ত করা হল। বিজ্ঞপ্তি দিল স্বাস্থ্য কমিশন। বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, একাধিক বেসরকারি জায়গায় রোগীরা রিপোর্ট দেখানোর জন্যে মাত্র ৭দিনের সময় পাচ্ছেন। কিন্তু, কোনভাবে রিপোর্ট আনতে দেরি হলে অথবা ৮তম দিনের মাথায় রিপোর্ট দেখানোর জন্যে চিকিৎসকের পুরো ফি দিতে হচ্ছে। কমিশনের মতে, এই সময়সীমা অনেকটাই কম। সাতদিনের মধ্যে অনেক সময়ই রিপোর্ট নিয়ে আসা সম্ভব হয় না। কমিশন এই ধরনের একটি সমস্যার শোনার সময়ই এই সময়সীমা ৭ থেকে বাড়িয়ে ১৫ দিন পর্যন্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে কোন কনসালটেশন চার্জ লাগবে না।

বিজ্ঞপ্তিতে জানান হয়, ওপিডি কনসালটেশন পর ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেখালে কোন চার্জ লাগবে না। উল্লেখ্য, এর আগে করোনার সময় বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার যথেচ্ছাচার রুখতে কড়া পদক্ষেপ নেয় কমিশন। অতিমারীর সুযোগ নিয়ে রোগীর পরিবারকে মাত্রারিক্ত ভাড়া নিয়ে রীতিমত নাকাল করেছে কিছু বেসরকারি হাসপাতাল।স্বাস্থ্য কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কলকাতা এবং শহরতলীর হাসপাতালে ভর্তির জন্যে বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স দূরত্ব (কিমি) অনুযায়ী ভাড়া নেবেন এবং সেই ভাড়া সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি, করোনা মুক্তির পর রোগীকে নিখরচায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে।পাশাপাশি, বেসরকারি হাসপাতাল ছাড়াও কিছু বেসরকারি সংস্থা নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকেন। তাদের জন্যও জারি করা হয় কিছু বিধি নিষেধ। এয়ার কন্ডিশনার যুক্ত অ্যাম্বুলেন্স প্রতি কিমিতে ২৫ টাকা এবং নন এসি অ্যাম্বুলেন্স প্রতি কিমি ২০ টাকা করে ভাড়া নিতে পারবেন। করোনা রোগীর জন্যে প্রতি ট্রিপের জন্যে পিপিই বাদব ৫০০ টাকা নেওয়া যাবে। ভেন্টিলেশনের জন্যে প্রতি ঘণ্টায় ৫০০ টাকা এবং অক্সিজেন পরিষেবার জন্যে প্রতি ঘণ্টায় ৩০০ টাকা করে নিতে পারবেন উক্ত সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here