Local Train: রেলের উদ্যোগ,মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের স্টপেজ

0

Last Updated on March 10, 2023 9:33 PM by Khabar365Din

৩৬৫ দিন।শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।বিশাল সংখ্যক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই কয়েকদিন যাতায়াত করবেন ট্রেনে করে। পূর্ব রেল সেই কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে।পরীক্ষার দিনগুলোতে নির্ধারিত ট্রেন চলাচলের পাশাপাশি অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে বলে জানিয়েছে রেল।জানা গিয়েছে,শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে দাঁড় করানো হবে। পরীক্ষা শুরু ও শেষের সময়ে ট্রেনের সময়সূচিতে বদল করা হচ্ছে। ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৭ তারিখে পরীক্ষা আছে। এই সব দিনেই গ্যালপিং ট্রেন দাঁড়াবে বিভিন্ন স্টেশনে।

পূর্ব রেলের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষার দিনগুলোতে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের কিছু প্যাসেঞ্জার/ইএমইউ ট্রেনের অতিরিক্ত অস্থায়ী স্টপেজ দেওয়া হবে।কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন যেগুলি শিয়ালদা ডিভিশনে সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত চলবে সেগুলোকে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।জানা গিয়েছে,পরীক্ষার দিনগুলিতে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে। বনগাঁ লাইনের ট্রেনগুলি সংহতি হল্ট স্টেশনে থামবে। তবে যেসব ট্রেন সকাল ৮টা থেকে ১০ ও দুপুর ১টা ১৫ থেকে ৩.১৫ পর্যন্ত চলে, সেই ট্রেনই শুধুমাত্র এই সব স্টেশনগুলিতে থামবে।অর্থাৎ পরীক্ষা শুরু এবং শেষের সময়ে পরীক্ষার্থীরা যে কোনও প্যাসেঞ্জার ও ইএমইউ-তে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here