Weather Report: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

0

Last Updated on April 29, 2023 12:43 PM by Khabar365Din

৩৬৫ দিন। দু-দণ্ড নিস্তার নেই। রাত পোহাতেই সেই ভ্যাপসা গরম। তবে, এর মাঝেই কি আরও একদফা স্বস্তির ইঙ্গিত? ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে শিলাবৃষ্টি? তেমনই সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। এক বুলেটিন প্রকাশ করে দফতর জানায়, কলকাতা সহ রাজ্যে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রকোপ। ২৯ থেকে ৩ তারিখ, টানা পাঁচদিন পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতে বইতে পারে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই প্রসঙ্গে দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, মূলত নিম্নচাপ অক্ষরেখার জের। দেশের পশ্চিম থেকে পূর্ব প্রান্ত বরাবর রয়েছে। সেই কারণেই সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে সমতলে। সেই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে বৃষ্টির সম্ভাবনা। বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার অর্থাৎ আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার এবং সোমবার, রাজ্যের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।


মঙ্গল, বুধবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শনিবার, ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।রবিবার, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এইসব জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। বাকি জেলাতেও এদিন, ঝড়বৃষ্টির সম্ভাবনা। সোমবার, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, একই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। হতে পারে শিলাবৃষ্টি। বাকি জেলাতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গল, বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গে
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং জেলায়। রবিবার, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দু এক জেলায়। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। সোমবার, ৪০-৫০ কিমি বেগে ঝড়। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায় ভারী বৃষ্টি। বেশ কিছু সতর্কতা জারি করেছে দফতর। যেখানে বলা হয়েছে, এই দফা ঝড়বৃষ্টির কারণে শস্যের ক্ষতি, চাষ আবাদের ক্ষতি, কাঁচা বাড়ি ক্ষতির সম্ভাবনা থাকছে। পাশাপাশি, বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়া। রাস্তায় না বেড়ানো ইত্যাদি। গাছ এবং বৈদ্যুতিন পোস্টের নীচে আশ্রয় না নেওয়া। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলকাতা সহ জেলায় ঝড়বৃষ্টি হয়। যেখানে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নীচে নামে। দফতরের তথ্য অনুযায়ী, ঝড়বৃষ্টির পর গত শুক্রবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন ছিল ২২.৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আজ, শনিবার তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা।