Last Updated on May 24, 2023 3:04 PM by Khabar365Din
৩৬৫ দিন। মাধ্যমিকের পুনরাবৃত্তি উচ্চ মাধ্যমিকে। চমকপ্রদ ফল করে তাক লাগিয়ে দিল একের পর এক জেলা, আর পাসের হারে দশমে জায়গা পেল কলকাতা। সব চেয়ে ভালো ফল করেছে হুগলি। মেধা তালিকায় থাকা ৮৭ জনের মধ্যে ১৮ জন-ই এই জেলার। এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে শুভ্রাংশু সরকার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভ্রাংশুর প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খাঁ এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ( এইচএস) আবু সামা।
দু’জনের-ই প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থানাধিকারী চার জন। তমলুক হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনুসূয়া সাহা এবং শ্রেয়া মল্লিক, আলিপুরদুয়ার কামাক্ষ্যাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস। এছাড়া চতুর্থ স্থানে রয়েছেন ৩ জন, পঞ্চম স্থানে রয়েছেন ৫ জন, ষষ্ঠ স্থানে ৯ জন, সপ্তম স্থানে ৯ জন, অষ্টম স্থানে রয়েছেন ১১ জন, নবম স্থানে রয়েছেন ১৮ জন। ২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ৫২ হাজার পরীক্ষার্থী। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। এদিন ফল প্রকাশের পর সফল ছাত্রছাত্রীদের টুইটারে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লেখেন, ‘উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আগামীর প্রতিটি দিন তোমাদের মঙ্গলময় এবং সফল হোক।’