Last Updated on April 19, 2023 7:41 PM by Khabar365Din
৩৬৫ দিন।রাস্তায় উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা।বুধবার সকালে রাস্তায় একাধিক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর এলাকায়।ব্যাগের ভিতর কী আছে,তা জানতে কৌতূহল বাড়ে তাঁদের।তবে সে সব ব্যাগে হাত না দিয়ে আগেই থানায় জানান বাসিন্দারা।ঘটনাস্থলে যায় পুলিশ।ব্যাগ খুলতেই উদ্ধার হয় কেজি কেজি গাঁজা।রবীন্দ্রসরোবর থানা এলাকার বিবেকানন্দ পার্ক এলাকা থেকে ওই ব্যাগগুলি উদ্ধার করা হয়েছে।মোট পাঁচ বস্তা গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।
তারপরেই পুলিশ বস্তাগুলি উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর,উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। কোথা থেকে,কীভাবে ওই বিপুল পরিমাণ গাঁজা ওই এলাকায় এল, কারা এগুলি ফেলে রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।প্রসঙ্গত,চলতি মাসেই বারাসতের হৃদয়পুর মোড় থেকে ৩৫ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে এসটিএফ ও বারাসাত থানার পুলিশ।যার বাজারমূল্য ছিল লক্ষাধিক টাকা।তবে এভাবে কলকাতার রাস্তা থেকে গাঁজা ভর্তি ব্যাগ পড়ে থাকতে খুব বেশি দেখা যায়নি।