৩৬৫ দিন। ২৫ বছর পূর্তি উপলক্ষে স্পেশাল কভার উন্মোচন করল দিশা আই হাসপাতাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, ইন্ডিয়া পোস্টের (কলকাতা) পোস্টমাস্টার জেনারেল, নিরাজ কুমার, দিশা আই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ ভট্টাচার্য্য, এবং হাসপাতালের ভাইস চেয়ারম্যান ড. সমর বসাক সহ অন্যান্যরা।
ডা. সমর বসাকের চক্ষু বিদ্যা সম্পর্কিত ব্যক্তিগত স্ট্যাম্প প্রদর্শনীরও উদ্বোধন করা হয় এদিন।
এই প্রসঙ্গে দিশা আই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ ভট্টাচার্য্য বলেন, ১৯৯৭ সালে যাত্রা শুরু হয়। ইন্ডিয়া পোস্টকে এই স্পেশাল কভারের জন্যে বিশেষ ধন্যবাদ জানাই। ২৫ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরেই চলবে বিভিন্ন প্রোগ্রাম। মানুষকে একেবারে কম খরচে পরিষেবা দেওয়ার লক্ষ্য রাখছি। বর্তমানে, রাজ্যে দিশা আই হাসপাতালের ১৮ টি কেন্দ্র রয়েছে।