Last Updated on May 25, 2023 1:16 PM by Khabar365Din
৩৬৫ দিন। জামাইষষ্ঠীর বিকেলেও কি কালবৈশাখী, শিলাবৃষ্টির পূর্বাভাস? সকালের দিকে রোদ থাকলেও, বিকেলের দিকে ঝড়বৃষ্টি চলবেই শনিবার পর্যন্ত। একথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, গত বুধবার কলকাতা বাদ গেলেও জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। শহরে আকাশ কিছুটা ঘোলাটে থাকলেও, সেভাবে ঝড়বৃষ্টি হয়নি। তবে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী দিন কিছুটা হলেও ঝড়বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আজ বেলার দিকে শহরে তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি।
গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত সোমবার এক বুলেটিন দিয়ে আবহাওয়া দফতর জানায়, ২৭ তারিখ পর্যন্ত ঝড়বৃষ্টি হবে রাজ্যে। ২৫ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ২৬ এবং ২৭ তারিখ, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একইসঙ্গে ঝড়বৃষ্টি হবে। ২৫ তারিখ, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি।
৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া। ২৬ এবং ২৭ তারিখ ঝড়বৃষ্টি। এসবের জন্যে বেশ কিছু সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যার মধ্যে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। কাঁচা বাড়ি ভেঙে পড়া। বজ্রপাতের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, গাছ বিদ্যুতের খুঁটির নীচে না দাঁড়ানো, খোলা জায়গায় ঘুরে না বেড়ানো ইত্যাদি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার, ২৩ মে বিকেল ৫টা ৭ মিনিট নাগাদ আলিপুরের উপর দিয়ে বয়ে গিয়েছে কালবৈশাখী ঝড়। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৮ কিমি। দমদমের উপর দিয়েও বিকেল ৫টা নাগাদ গিয়েছে একটি কালবৈশাখী, ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৭২ কিমি ঘন্টা। স্থায়িত্ব ১ মিনিট। ঝড়বৃষ্টির কারণে শহরে স্বস্তি ফেরে। এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার, ১৮ মে শহরের উপর দিয়ে গিয়েছে এক কালবৈশাখী ঝড়। দফতরের খবর, এদিন আলিপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৬৮ কিমি প্রতি ঘন্টা। এদিন, দমদমের উপর দিয়ে বিকেল ৫টা ১৫ নাগাদ বয়ে গিয়েছে ৬৮ কিমি বেগে।