Last Updated on May 22, 2023 1:53 PM by Khabar365Din
৩৬৫ দিন। বেলার দিকে অস্বস্তি থাকলেও, বিকেলের দিকে এক ফাঁকে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে কোথাও না কোথাও বিকেলের ঝড়বৃষ্টি চলবেই। এক বুলেটিন প্রকাশ করে দফতর জানায়, কাল এবং পরশু কলকাতায় বৃষ্টির সম্ভাবনা একটু হালকা হলেও, বুধবার থেকে কিছুটা বাড়তে পারে পরিমাণ। অন্যদিকে, জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবেই। তাই, আপাতভাবে ৩ দিন তাপমাত্রা সেভাবে না কমলেও তারপর গ্রাফ নামবে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।
গতকাল মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কুচবিহার, কালিম্পং সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয় দফতর। এদিন, আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি আলিপুরে। এদিকে, গত সপ্তাহে পর পর কালবৈশাখীর কারণে সন্ধের দিকে একধাক্কায় নেমে যায় তাপমাত্রা। যদিও, পরদিনই অবশ্য বেড়ে পৌঁছায় ৪০ এর কাছাকাছি।
এদিকে, ৪ জুন নাগাদ কেরলে ঢুকতে পারে মৌসুমী বায়ু। সাধারণ সময়, ১ জুন। স্বাভাবিক দিনের এক দুদিন এগিয়ে পিছিয়ে যাওয়াকে অবশ্য স্বাভাবিক বলেই ধরা থাকেন আবহাওয়াবিদরা। তাই, সেখান থেকে দেখলে দিন দুয়েক পিছিয়ে ঢুকতে পারে বর্ষা। তারপর, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। গত বছর স্বাভাবিকের থেকে কিছুটা এগিয়েই, ৩ জুন উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা।
তবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায় উল্টো ঘটনা। সেখানে বর্ষা কার্যত স্বাভাবিকের থেকে অনেকটাই পিছিয়ে প্রবেশ করে। উল্লেখ্য, ২০২১ সালে ৬ জুন উত্তরবঙ্গে প্রবেশ ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। তারপর শুরু হয় টানা বৃষ্টি। এরপর, ১২ জুন রাজ্যে সার্বিকভাবে প্রবেশ করে বর্ষা। ১১ জুন বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢোকে মৌসুমী বায়ু। সাধারণত, ১ তারিখ নাগাদ বর্ষা ঢোকে কেরলে। কিন্তু, সেই তারিখ তিন দিন এগিয়ে প্রবেশ করে। এদিকে মৌসম ভবনের খবর অনুযায়ী, আগামী এক দুদিনের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু।