৩ মাসে খুলবে টালা ব্রিজ, পরিদর্শনে পূর্তমন্ত্রী

0

Last Updated on January 21, 2022 11:30 PM by Khabar365Din

৩৬৫ দিন।উত্তর ও মধ্য কলকাতা (Kolkata) সংযোগকারী সেতু টালা ব্রিজ (Tala Bridge) খুলবে আগামী তিনমাসের মধ্যে।শুক্রবার ব্রিজের নির্মাণের কাজ পরিদর্শনে যান পূর্তমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। সেখানে গিয়েই তিনি বলেন,দ্রুততার সঙ্গে ব্রিজের কাজ শুরু হয়েছে। করানোর সময় খানিকটা কাজ আটকে ছিল।করোনা আবহের মধ্যে কাজ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ। তিনি আরও জানিয়েছেন, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ খুলে দেওয়া হবে।

করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়। যদিও ৩ মাসের মধ্যেই টালা ব্রিজ খুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছিল।জানা গিয়েছে,যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজ নির্মাণের কাজ চলছে। কোভিডকালে সংক্রমণ বৃদ্ধি হলেও ব্রিজ নির্মাণের কাজে কোনও খামতি নেই।করোনা সংক্রান্ত বিধিনিষেধকে মান্যতা দিয়ে ব্রিজ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।দীর্ঘ এই সেতুর ক্ষয়িষ্ণু অবস্থার জন্যই ভাঙার কাজ শুরু হয় নতুন করে নির্মাণ হচ্ছে।তবে আগামী ৩ মাসের মধ্যে খুলে যাবে এই ব্রিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here