Tata Power: টাটা পাওয়ার খুলছে কলকাতায় ১৫০ EV চার্জিং সেন্টার

0

Last Updated on June 24, 2023 1:02 PM by Khabar365Din

৩৬৫ দিন। কলকাতায় ১৫০টি ইলেকট্রিক ভেইক্যল চার্জিং সেন্টার আগেই তৈরি করেছে টাটা পাওয়ার। এবার কলকাতা সহ রাজ্য জুড়ে একাধিক জায়গায় আরও ইলেকট্রিক ভেইক্যল চার্জিং সেন্টার খুলছে টাটা পাওয়ার সংস্থা। প্রসঙ্গত, ভারতের বৃহত্তম ইন্টিগ্রেটেড শক্তি কোম্পানিগুলোর অন্যতম এবং অগ্রগণ্য ইলেকট্রিক ভেইক্যল চার্জিং পরিকাঠামো প্রদানকারী টাটা পাওয়ার, দেশে বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহার বাড়ানোর প্রয়াসের অঙ্গ হিসাবে মালদার কাছে গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টে পাবলিক চার্জিং স্টেশন বসিয়েছে।

গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট মধ্যবঙ্গের সবচেয়ে বড় লিজারপ্লেক্স অ্যান্ড কনফারেন্স সেন্টারগুলোর অন্যতম। এই রিসর্ট ৩৪ নং জাতীয় সড়কের উপর, যা উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রবেশদ্বার। টাটা পাওয়ার ৩০ কিলোওয়াট ও ৭.৪ কিলোওয়াটের দুটো ইলেকট্রিক ভেইক্যল চার্জিং স্টেশন বসিয়েছে গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টে, যা মালদা স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে এবং কলকাতা-শিলিগুড়ি হাইওয়ের উপর অবস্থিত। এই অনন্য জিনিসটি টাটা পাওয়ারের এই বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে পরিবেশবান্ধব হয়ে ওঠা সম্ভব এবং দেশে পরিবেশবান্ধব শক্তি ছড়িয়ে দিলে ই-মোবিলিটি লক্ষ লক্ষ ভারতীয়ের জীবনধারা হয়ে উঠতে পারে পরিবেশ বান্ধব চার্জিং পরিসরের মাধ্যমে।

উল্লেখ্য, টাটা পাওয়ারের এই মুহূর্তে পাবলিক ও সেমি-পাবলিক ৪ হাজারের বেশি চার্জিং পয়েন্ট, ৪০ হাজারের বেশি হোম চার্জার এবং ২৫০ এর বেশি ইলেকট্রিক বাস চার্জিং পয়েন্ট চালু রয়েছে। ভারতের ৫৫০-এর বেশি শহরে লাইভ ইলেকট্রিক ভেইক্যল চার্জিংয়ের জোরালো নেটওয়ার্ক রয়েছে। ভারত ২০৭০ সালের মধ্যে কার্বন নিউট্র্যালিটি বা নেট জিরো অর্জন করার প্রতি দায়বদ্ধ। সেদিক থেকে টাটা পাওয়ারের ইলেকট্রিক ভেইক্যল চার্জার বসানোর পরিকল্পনা ভারত সরকারের ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন প্ল্যানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।