Last Updated on May 31, 2023 11:20 PM by Khabar365Din
৩৬৫ দিন। বঙ্গোপসাগরের পথে হাঁটা দিলেও রাজ্যে মৌসুমী বায়ুর প্রবেশে এখনও ঢের দেরী। তার আগে অবশ্য নিয়ম মাফিক প্রাক বর্ষার মরশুম শুরু হওয়ার কথা জুনের প্রথম সপ্তাহেই। কিন্তু, শুরুতেই শহরবাসীর জন্যে নেই কোন সুখবর। জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চললেও কলকাতায় এ যাত্রায় বৃষ্টিহীন থাকবে বলেই দফতরের খবর। এদিকে, পূর্বাভাস মিলিয়েই, গতকাল আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৮ এর কাছাকাছি। উল্লেখ্য, কিছুদিন আগেই দফতর জানায়, ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে গ্রাফ।
আলিপুর আবহাওয়া দফতর এক বুলেটিন প্রকাশ করে জানায়, আগামী ৫ দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। আজ, বুধবার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। তারপর,অবশ্য শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর জেলায়। অন্যদিকে, শহরে ক্রমাগত বাড়বে তাপমাত্রার গ্রাফ। আরও একবার জৈষ্ঠ্যের কাঠফাটা গরমের কবলে শহরবাসী। বাড়তে শুরু করেছে গরম। তবে, আবহাওয়া বিজ্ঞানীরা স্বস্তি দিয়ে জানান, এমত অবস্থা বেশিদিন নয়। আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি।
ফলে, মাঝে মধ্যেই চলবে বৃষ্টি। এদিকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল। কিছুদিন আগেই দফতর জানায়, ৪ জুন নাগাদ কেরলে ঢুকতে পারে মৌসুমী বায়ু। সাধারণ সময়, ১ জুন। স্বাভাবিক দিনের এক দুদিন এগিয়ে পিছিয়ে যাওয়াকে অবশ্য স্বাভাবিক বলেই ধরা থাকেন আবহাওয়াবিদরা। তাই, সেখান থেকে দেখলে দিন দুয়েক পিছিয়ে ঢুকতে পারে বর্ষা। তারপর, উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু।অন্যদিকে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয় প্রতিবেশী রাজ্যগুলিতেও।