Last Updated on March 23, 2023 9:32 PM by Khabar365Din
৩৬৫ দিন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিট নাগাদ এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী চারু মার্কেট থানার সামনে এসে কাঁদতে থাকে। পুলিশ জানায়, ওই পড়ুয়ার নাম অঙ্কিতা যাদব। নব নালন্দা হাই স্কুলের ছাত্রী। কাঁদতে কাঁদতে সে পুলিশকে জানায়, তার পরীক্ষা কেন্দ্র চেতলা গার্লস হাই স্কুল। সে পরীক্ষার জন্যে অনেকটাই দেরী করে ফেলেছে এবং কাঁদতে থাকে। তারপর, তাকে কান্না থামিয়ে শান্ত করে পুলিশ। তারপর, কোনরকম সময় নষ্ট না করে, অফিসার গোপাল মন্ডল এবং চারু মার্কেট থানার এক মহিলা পুলিশ তাকে চেতলা গার্লস হাই স্কুলে নিয়ে যায়।
এরপর, সেই পুলিশ অফিসার চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকাকে অনুরোধ করেন, যাতে ওই পড়ুয়াকে কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই মাত্র মিনিট ১৫ এর মধ্যেই খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বেহালার বাসিন্দা পড়ুয়া সায়ন দাস অটো করে যাদবপুর সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় অন্যমনস্কভাবে তিনি তার যাদবপুর এইটবির কাছে ব্যগটিকে অটোর মধ্যে ফেলেই নেমে যান। মনে পড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন যাদবপুর থানায়। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। যাদবপুর ট্রাফিক গার্ডের কনস্টেবল শৈলেশ দাসের চেষ্টায় ১৫ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় ব্যাগটি।