Last Updated on September 26, 2023 12:48 PM by Khabar365Din
৩৬৫ দিন। বৃষ্টিতে নাকাল শহরে সামান্য বৃষ্টি কমবে ।তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে কলকাতায় বাড়তে পারে বৃষ্টি। এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।এদিকে সপ্তাহের শেষের দিকে সাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যা থেকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়।তবে রবিবার পর্যন্ত এইভাবেই মেঘলা ও মাঝেমধ্যে রোদ এর খেলা চলবে । আবহাওয়াবিদরা জানিয়েছেন এই আবহাওয়া রবিবার পর্যন্ত চললেও ফের আবার তবে এরই মাঝে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়।
আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে। তবে এর মাঝেও দক্ষিণে জারি থাকবে সতর্কতা।
পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আজ কোথাও ভারী বৃষ্টির সম্ভানা নেই। যদিও দক্ষিণের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা। আগামিকাল থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না কোথাও। মঙ্গলবার থেকে কোথাও সতর্কতা জারি নেই আপাতত। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে। এদিকে আজও বহু জায়গায় জারি থাকবে সতর্কতা।
উত্তরবঙ্গে আবহাওয়াতে শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-উপরের দিকের এই পাঁচ জেলাতে। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। একই সঙ্গে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের উপরের দিকে রাজ্যগুলিতে বৃষ্টির প্রভাব পড়বে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। দৃশ্যমানতা কমবে পাহাড়ি রাস্তায়।
সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাতের কচ্ছ ও পাকিস্তান সংলগ্ন এলাকা এবং দক্ষিণের কোমোরিন এলাকায়।