WB Health: করোনা সংক্রমণ নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

0

Last Updated on March 28, 2023 11:39 AM by Khabar365Din

৩৬৫দিন। করোনা সংক্রমণ নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন।রাজ্যগুলিকে কোভিড পরীক্ষা এবং ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ আরটিপিসিআর টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে করোনাবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকে তরফে জানানো হয়েছে , আবারো করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে।যদিও এই সংক্রমণ কতটা ভয়াবহ তা এখনো স্পষ্ট নয়।