Sonu Nigam: মুম্বইয়ে সোনু নিগমের বাবার ঘরে ৭২ লক্ষ টাকা চুরি, ধরা পড়ল প্রাক্তন ড্রাইভার

0

Last Updated on March 22, 2023 11:53 PM by Khabar365Din

৩৬৫ দিন। মুম্বইয়ের ওশিওয়ারায় সোনু নিগমের বাবা আগম কুমার নিগমের বাড়ির লকার থেকে নগদ ৭২ লাখ টাকা চুরি করা তার প্রাক্তন ড্রাইভারকে গ্রেফতার করল ওশিওয়াড়া পুলিশ। তার আগে সোনু নিগমের ৭৬ বছর বয়স্ক বাবা এবং সোনু নিগমের ছোট বোন নিকিতা ওশিওয়াড়া পুলিশ স্টেশনে প্রাক্তন ড্রাইভার রেহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

মুম্বইয়ের দক্ষিণ পশ্চিম শহরতলি আন্ধেরি এবং যোগেশ্বরীর মাঝখানে ওশিওয়াড়ার ‘উইন্ডসর গ্র‍্যান্ড বিল্ডিং’ -এ থাকেন গায়ক সোনু নিগমের বাবা আগম কুমার নিগম। তিনি সন্দেহ করেন মার্চ মাসের ১৮ এবং ২০ তারিখের মধ্যেই ঘটনাটি ঘটেছে।

ওশিওয়াড়ার পুলিশ স্টেশনে সনু নিগমের ছোট বোন নিকিতা এবং বাবা আগম কুমার নিগমের লিখিত অভিযোগে দেখা যায়, ৮ মাস ধরে আগম কুমার নিগমের গাড়ি চালানোর ড্রাইভার রেহানকে সম্প্রতি সোনু নিগমের বাবা আগম কুমার নিগম তার কাজ মন মতো না হওয়াতে ভর্ৎসনা করে কাজ থেকে তাড়িয়ে দেন। এরপর মার্চ মাসের ১৯ তারিখ, রবিবার আন্ধেরির ভারসোভায় ছোট মেয়ে নিকিতার বাড়িতে তিনি লাঞ্চ করতে যান। বিকেলবেলায় নিজের বাড়িতে ফিরে এসে আলমারির ভেতরের ডিজিটাল খুলে দেখেন, সেখানে নগদ ৪০ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে না। এর পরেই তিনি ছোট মেয়েকে ফোন করে ব্যাপারটি জানান। তার পরদিন আন্ধেরির সাত বাংলোয় ছেলে সোনুর বাড়িতে ভিসার কাজের জন্য যান আগম কুমার। সন্ধ্যেবেলা নিজের বাড়িতে ফিরে এসে ওই আলমারির ভেতরের ডিজিটাল লকারে তিনি আরও ৩২ লক্ষ টাকা কম দেখেন। বুধবার সকালে ওশিওয়াড়া পুলিশ স্টেশনে নিজের লিখিত অভিযোগে আগাম কুমার তার প্রাক্তন ড্রাইভার রেহানকে সন্দেহ করে তার নাম উল্লেখ করেন। কেননা তার আগেই তিনি এবং তার ছোট মেয়ে নিকিতা ওই বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখেন, মার্চ মার্চের ১৯ এবং ২০ এই দুটি দিনেই তার অনুপস্থিতির সময় তার প্রাক্তন ড্রাইভার রেহান একটি ব্যাগ সঙ্গে নিয়ে তার ফ্ল্যাটে ঢুকেছেন এবং বেরিয়েছেন। আগাম কুমার সন্দেহ করেন তার ফ্ল্যাটের চাবি ডুপ্লিকেট করেছেন রেহান। ওই দুদিনই আগম কুমারের বেডরুমের ডিজিটাল লকার থেকে টাকা সরালেও ওই ডিজিটাল লকারটির কোনও বিকৃতি ঘটেনি। অর্থাৎ আদম কুমারের প্রাক্তন ড্রাইভার রেহান তার বেডরুমের ডিজিটাল লকারের পাসওয়ার্ডও জেনে ফেলেছিল।

ওশিওয়াড়া পুলিশ স্টেশনের অফিসারের কথায়, সোনু নিগমের বাবা আদম কুমার নিগম ভাইয়ের ফ্ল্যাটে এই চুরির ঘটনায় প্রাক্তন ড্রাইভার রেহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় চুরি ও অনধিকার প্রবেশ করে ঘরের লক ভাঙ্গার অভিযোগ দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here