Last Updated on May 5, 2023 2:15 PM by Khabar365Din
৩৬৫ দিন।আগামী ১ মাসে শনিবার এবং রবিবার বাড়ি থেকে মেট্রো ধরার আগে একবার সময় চেক করে নিলেই ভালো।কারণ পরিষেবায় থাকছে বড়সড় রদবদল।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,৬ মে, ৭ মে, ১৩ মে, ১৪ মে, ২০ মে, ২১ মে, ২৭ মে, ২৮ মে, ৩ জুন, ৪ জুন ও ১১ জুন এই পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।তিনি আরও জানান,শনিবার ও রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেইটেন্যান্সের কাজ হবে।তার জন্যই সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছি।এই পরিবর্তন ৬ মে থেকে ১১ জুন পর্যন্ত শুধুমাত্র শনিবার ও রবিবারের সময়সূচিতেই এনেছি।সোম থেকে শুক্রবার কোনও পরিবর্তন থাকবে না।
জানা গিয়েছে,৬ মে থেকে প্রতি শনিবার কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০-এ যে মেট্রো পরিষেবা চালু হতো, তা এ কদিন সকাল ১০টায় চালু হবে। তবে দক্ষিণেশ্বর এবং দমদমে এই পরিষেবা যে সময়ে সকালে চালু হয় তা অপরিবর্তিত থাকছে।দক্ষিণেশ্বর থেকে বা দমদম থেকে যে ট্রেনগুলি কবি সুভাষের উদ্দেশে ছাড়ে সেগুলি প্রতি শনিবার টালিগঞ্জ পর্যন্ত যাবে। ফলে এই ক’দিন শনিবার সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে পরিষেবা মিলবে না।তবে ১০টা থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক পরিষেবা পাবেন যাত্রীরা।এদিকে,৭ মে থেকে প্রতি রবিবার প্রতি রবিবার দক্ষিণেশ্বর বা দমদম থেকে সকাল ৯টায় যে পরিষেবা দেওয়া হয় তা অপরিবর্তিত থাকছে। তবে কবি সুভাষ থেকে সকাল ৯টায় যে পরিষেবা তা সকাল ১০টায় চালু হবে। ২৮ মে ও ১১ জুন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দু’দিক থেকেই রবিবার সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় পরিষেবা চালু হবে।